সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা : ২৪ ঘণ্টার বেশি সময় কামারহাটি (Kamarhati), বরানগর (Baranagar) পুর এলাকায় (Municipal Area) পানীয় জল (Drinking Water) সরবরাহে বিঘ্ন। KMDA-র জল প্রকল্পের পাইপলাইনে ভালভ ফেটে বিপত্তি। বরানগর, কামারহাটি পুরসভায় গতকাল দুপুর থেকে পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটে। অবশেষে প্রায় ২৭ ঘণ্টা পর জল সরবরাহ শুরু হয়।
জল প্রকল্পের পাইপলাইনে ভালভ ফেটে দেখা দেয় বিপত্তি দেখা দেয়। বৃহস্পতিবার প্রায় ২৭ ঘণ্টা পর ফের শুরু হয় জল সরবরাহ। KMDA-র জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হয় কামারহাটি, বরানগর পুরসভা এলাকায়। সেই জল প্রকল্পে পাইপলাইনের ভালভ ফেটে দেখা দেয় বিপত্তি। ফলে বুধবার দুপুর থেকে জল সরবরাহ ব্যাহত হয় বরানগর পুরসভার ৩৪টি ওয়ার্ড এবং কামারহাটি পুরসভার ৩৫টি ওয়ার্ডে।
পানীয় জল পরিষেবা ব্যাহত হওয়ায় প্রবল সমস্যায় পড়েন বরানগর ও কামারহাটি এই দুই পুর এলাকার মানুষ। এই সমস্যার জেরে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামেতির কাজ শুরু হয়। এদিন প্রায় ২৭ ঘণ্টা পর পাইপ লাইনের ভালভ মেরামতির পর শুরু হয় জল সরবরাহ।
প্রসঙ্গত কিছুদিন আগে হুলস্থূল বেঁধেছিল বাঁকুড়ায়। পুরসভার (corporation) জল সরবরাহের পাইপ লাইন খুলতেই বেরিয়ে আসছিল সাপ ও মাছ। যার জেরে আতঙ্কে ছিলেন এলাকাবাসী। পানীয় জল সরবরাহের পাইপ লাইন থেকে বেরিয়ে আসছিল সাপ ও লম্বা লম্বা জিওল মাছ সহ বিভিন্ন ধরনের পোকা মাকড়। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে উত্তেজনা ছড়িয়েছিল বাঁকুড়া (bankura) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙ্গা (kabardanga) এলাকায়। স্থানীয়দের দাবি শুদ্ধ পানীয় জল সরবরাহের নামে দিনের পর দিন এলাকায় এই দূষিত জল সরবরাহ করছে বাঁকুড়া পুরসভা।
আরও পড়ুন - পানীয় জলের ট্যাপ খুললেই বেরিয়ে আসছে সাপ, মাছ, আতঙ্ক ছড়াল বাঁকুড়ায়