সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যে বেপরোয়া গতির বলির উদাহরণ ভুরিভুরি (Accident)। সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। প্রায়শই অভিযোগ ওঠে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। কখনও কখনও মদ্যপ অবস্থাতেও গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। তবে এবার কালী পুজোর রাতে (Kali Puja 2023) যে মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী হল উত্তর ২৪ পরগনা জেলা (North 24 Parganas ), তা অন্য সমীকরণই তৈরি করেছে। মূলত পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনা জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের। তবে এই দুর্ঘটনায় মৃতের পরিবারের বিস্ফোরক অভিযোগ, 'পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালানোর' জেরেই এই দুর্ঘটনা ঘটেছে ! 


উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলা এলাকায় পথ দুর্ঘটনায়  মৃত্যু হয়েছে তিন যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া,সুজিত হালদার এবং অমিত মাঝি।তারা গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছেস এদিন নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে আসছিল বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।


সেই সময় চারতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইক তিন যুবক সজরে পুলিশ গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর গাড়ি চালক।এই বিষয়ে বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটি বাইক মুখোমুখি এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় তাঁদের। মৃতদের পরিবারের অভিযোগ, 'পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। তার খেসারত দিতে হল এই তিন যুবককে।' 


আরও পড়ুন, জয়নগরে তৃণমূল নেতাকে গুলি করে 'খুন'


সম্প্রতি ভরা উৎসবের মরশুমেই প্রকাশ্য এসছিল আরও এক মর্মান্তিক খবর। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছিল (Tragic Accident)। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে ছিল জাতীয় সড়ক। জানা গিয়েছিল, কাঁথির মেছেদা বাইপাসের  রেল রাস্তা ক্রসিংয়ের কাছে, NH ১১৬ এর বির ওপরে, হোন্ডা আই টেন গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লেগেছিল।  আইটেম গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়ই বিপরীত দিক থেকে আসা বাসটি মেছেদা বাইপাসের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু ঘটেছিল।