সুনীত হালদার, হাওড়া : আলোর উৎসবে নামল অন্ধকার। কালীপুজোর (Kalipuja 2023) রাতে হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ওপর গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। উলুবেড়িয়া চেক পোস্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর।


পুলিশের দাবি, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে যাচ্ছিলেন দুই যুবক। তাঁদের মাথায় হেলমেট ছিল না। মৃত ২ জনই সাঁকরাইল থানার সারেঙ্গার বাসিন্দা। অন্য়দিকে এয়ার ব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়ির তিন সওয়ারি। 


শুধু হাওড়াতেই নয় উত্তর ২৪ পরগনা ও কলকাতাতেও দুর্ঘটনার জেরে প্রাণ গিয়েছে মোট ৪ জনের। কালীপুজোর পরের দিন কলকাতার (Kolkata Accident) বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক দোকানদারের। সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে খবর, লার্নার বোর্ড টাঙানো গাড়ি পরেশনাথ মন্দিরের দিক থেকে ইউ টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে দোকানে ঢুকে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকানদারের। গাড়ির চালককে আটক করেছে উল্টোডাঙা থানার পুলিশ। প্রতিবাদে রাস্তা আটকে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।


এদিকে, কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগরে পুলিশ আধিকারিকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর। মৃত তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার ও অমিত মাঝি গোপালনগরের পাঁচপোতা গ্রামের বাসিন্দা। গতকাল রাত ৮টা নাগাদ গোপালনগর-সিন্দ্রাণী রোডে চারাতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। গাড়িতে বাগদার নাটাবেড়িয়া থেকে বনগাঁর দিকে যাচ্ছিলেন বনগাঁ মহিলা থানার IC অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের দাবি দাবি, উল্টোদিক থেকে আসা মোটরবাইক সজোরে IC-র গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন পুলিশ অফিসার ও তাঁর গাড়ি চালক। দু’জনেই হাসপাতালে ভর্তি। তিন বাইক আরোহী মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।                             


আরও পড়ুন- তৈরি ঘূর্ণাবর্ত, কালীপুজো কাটতেই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কোথায় কবে বৃষ্টি?