সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে পঞ্চায়েত অফিসে তৃণমূল প্রধানের নামে দুর্নীতি- কাটমানির পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। পঞ্চায়েতে কোনও কাজ করতে গেলে প্রধানকে ৫ শতাংশ কাটমানি দিতে হবে। এই মর্মে তৃণমূল পঞ্চায়েত প্রধানের নামে পঞ্চায়েত অফিসের দেওয়ালে পোস্টার ছেয়ে গিয়েছে। পোস্টারে স্পষ্ট লেখা রয়েছে,'সঠিক কাজ আর হবে কি? বিল ছাড়তে গিয়ে প্রধানকে দিতে হবে পাঁচ শতাংশ।' এই নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের পাশাপাশি রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতে।


এই গ্রাম পঞ্চায়েতের প্রধান মোশারেফ আলি তিনি পঞ্চায়েতের কোনও কাজ করতে হলে তাকে ৫ শতাংশ কমিশন দিতে হবে। পাশাপাশি যে সমস্ত কন্ট্রাকটররা পঞ্চায়েতের টেন্ডারের কাজ করে, তাঁদের বিল আটকে রেখেছেন। কারণ পঞ্চায়েত প্রধানকে পাঁচ শতাংশ কাটমানি না দিলে তারা বিল পাবে না। এই মর্মে তৃণমূলের একাংশ প্রধানের নামে পঞ্চায়েত অফিসে পোস্টার মেরেছে। স্থানীয় তৃণমূল কর্মী মোঃ আলমগীর কবির পঞ্চায়েত প্রধানের দুর্নীতির কথা স্বীকার করে নেন এবং তিনি বলেন আমি বিক্ষুব্ধ তৃণমূল কর্মী পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লড়াই করে ছিলাম।  সিপিআইএম থেকে তৃণমূল এসে প্রধান হয়ে দলটাকে বেঁচে দিচ্ছে।


পাশাপাশি এই নিয়ে বিজেপি কটাক্ষ ছুড়ে দিয়েছে। যদুরহাটি দক্ষিণ পঞ্চায়েতের বিরোধী দলনেতা ও বাদুড়িয়া দু'নম্বর মন্ডলের বিজেপির সভাপতি অনুপ কুমার দে বলেন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান দুর্নীতি ছাড়া কিছুই বোঝে না।পঞ্চায়েতে কোন কাজের পরিষেবা পেতে গেলে প্রধান কাটমানি দিতে হবে।যারা পোস্টার মেরেছে তারা তৃণমূলের আরেকটি গোষ্ঠী। তৃণমূলের যে সমস্ত কন্ট্রাকটরদের টেন্ডার বিল আটকে রেখেছে পঞ্চায়েত প্রধান এবং কন্ট্রাক্টররা পঞ্চায়েত প্রধানকে কাটমানি দিতে দিতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে তাই এই ধরনের পোস্টার মেরেছে । এর পেছনে ভারতীয় জনতা পার্টির কোনো হাত নেই।


আরও পড়ুন, 'পিসি-ভাইপোকে গ্যারাজ করব', নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর 


যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ গোলাম আলী বলেন এটা বিরোধীদের ষড়যন্ত্র।  পঞ্চায়েত প্রধান সৎ স্বচ্ছতার সঙ্গে কাজ করেন। পঞ্চায়েত অফিসে এসে লক্ষ্য করি এভাবে পোস্টার মারা রয়েছে। পরে নিজে হাতেই পোস্টারগুলো ছিড়ে দেন। যার বিরুদ্ধে এত অভিযোগ যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোশারেফ আলী বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দলের গোষ্ঠী কোন্দল তিনি স্বীকার করে নেন। পাশাপাশি দলের একটা অংশ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত ভোটের মুখে তাকে বদনাম করার জন্য এই পোস্টটা মেরেছে।