সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু ! সেফ ড্রাইভ, সেফ লাইভ,  সচেতনার বার্তা বারংবার ছড়িয়ে দিলেও, দুর্ঘটনা অব্যহত। কখনও মদ্যপ অবস্থায় সিগন্যাল ব্রেকিং, কখনও মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার, ওভারটেকিং-সহ একাধিক কারণে ভয়াবহ দুর্ঘটনাগুলি ঘটে যায় রাজ্যে। তবে উত্তর ২৪ পরগনায় এবার ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা সামনে আসেনি। পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের নাম শুভজিৎ সরকার এবং সন্দীপ ঘোষ, তারা দুজনেই পেট্রাপোল থানার কালিয়ানীর বাসিন্দা।


মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল বনগাঁ


শুক্রবার গভীর রাতে মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল শহর বনগাঁ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বনগাঁ থেকে পেট্রাপোলগামী ট্রাকের পিছনের চাকার নীচে চাপা পড়ে যায় দুই যুবক। এক যুবকের মাথার উপর দিয়ে এবং অপর যুবকের কোমরের উপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। এবং পরবর্তীতে অপর যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 


আরও পড়ুন, সংবিধান ও ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, RG কর-কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা


পুজোর আবহে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিমবঙ্গে


মহালয়া থেকে কালীপুজো অবধি দেখলে, রাজ্যে ইতিমধ্যে মর্মান্তিক একাধিক দুর্ঘটনা ঘটেছে। কলকাতার  মা উড়ালপুল, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুল, ১৯ নম্বর জাতীয় সড়ক-তিনটি জায়গাতেই ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। পুজোর মধ্যেই মহাসপ্তমীতে পথ দুর্ঘটনায় স্ত্রী ও কন্যা হারিয়েছিলেন শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক। নবমীতে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ সদস্য। তারপর মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে গাড়ির চালক আহত হন। দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলেও। এমনকি মহালয়ার সকালেও মর্মান্তিক মৃত্যু হয়েছিল কলকাতায়। পে লোডারের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল নবম শ্রেণির ছাত্রের। স্থানীয়রা ২টি পে লোডারে ভাঙচুর চালায়। কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।