সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, বসিরহাট: নারী নিরাপত্তা (Women Security) বাড়াতে বিশেষ উদ্যোগ বসিরহাট জেলা পুলিশের (Basirhat District Police)। তৈরি হল ১৩ জন মহিলা পুলিশের একটি দল। নারী-সুরক্ষা সুনিশ্চিত করতে বসিরহাট (Basirhat) শহরে বিভিন্ন এলাকায় বাইকে নজরদারি চালাবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী।
বিশেষ মহিলা পুলিশ ফোর্স: পরনে কালো পোশাক, মাথায় কালো হেলমেট, চোখে সানগ্লাস, মহিলাদের হেনস্থা রুখতে রাস্তায় নামল বিশেষ মহিলা পুলিশ ফোর্স। স্কুল-কলেজের সামনে থেকে জনবহুল এলাকা ইভটিজিং (Eveteasing), শ্লীলতাহানি রুখতে প্রস্তুত ‘বসিরহাট উইনার্স বাহিনী’ (Basirhat Winners Force) । বসিরহাট উইনার্স বাহিনীর সদস্য রমা প্রামাণিক বলেন, “মহিলারা মাঝেমাঝেই ইভটিজিংয়ের শিকার হন। আমরা খবর পেলেই পৌঁছে যাব। বিভিন্ন জায়গায় টহল দেব।‘’
নারী হেনস্থা রুখতে পদক্ষেপ: পুলিশ সূত্রে দাবি, প্রায় প্রতিদিনই বসিরহাট জেলা পুলিশের (Basirhat Police) কাছে ইভটিজিং-সহ নারী হেনস্থার একের পর এক অভিযোগ জমা পড়ছে। সেই কারণে বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণ( Special Training) দিয়ে তৈরি করা হয়েছে এই বাইক বাহিনী।
বসিরহাট উইনার্স বাহিনী: শুক্রবার মহিলা পুলিশের টহলদারি বাহিনীর সূচনা করেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত। উপস্থিত ছিলেন বসিরহাট জেলা পুলিশ সুপার জবি থমাস সহ অন্য পুলিশ আধিকারিকরা। দক্ষিণবঙ্গে এডিজি সিদ্ধিনাথ গুপ্ত বলেন, “সরকার মহিলাদের নিরাপত্তায় জোর দিচ্ছে। ইভটিজিং রুখতেই এই ব্যবস্থা করা হচ্ছে।‘’ বসিরহাট জেলা পুলিশ সূত্রে খবর, ১৩ জন মহিলা পুলিশকে নিয়ে তৈরি এই ‘বসিরহাট উইনার্স বাহিনী’। একটি বাইকে দু’জন করে মোট ছটি বাইক প্রতিদিন টহল দেবে অলি-গলি থেকে জনবহুল এলাকায়।
স্ত্রীকে খুনের অভিযোগে পলতায় গ্রেফতার বায়ুসেনা অফিসার। খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, তদন্তে এক যুবকের সঙ্গে বায়ুসেনা অফিসার অমর লালের স্ত্রী রঞ্জনা দেবীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানা যায়। এই নিয়ে কানপুরের বাড়িতে বেশ কয়েকবার অশান্তি চরমে ওঠে। এমনকি পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়। পুলিশের দাবি, গতকাল দুপুর ৩টে নাগাদ অফিস থেকে ফেরেন বায়ুসেনা অফিসার। খুনের ঘটনায় দুই মেয়ের বয়ানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। অফিস থেকে ফিরে বাবা তাদের মোবাইল ফোনে ব্যস্ত রেখেছিল বলে দাবি। এমনকি বিকেলে পার্কে যাওয়ার সময় পাশের ঘরে থাকা মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি বায়ুসেনা অফিসারের কন্যাদের। এরপর সন্ধেয় মেয়েদের নিয়ে পার্ক থেকে ফিরে স্ত্রীর মৃতদেহ দেখতে পান বলে দাবি করেন বায়ুসেনা অফিসার।
আরও পড়ুন: South 24 Pargana News: জোড়া খুনে ধুন্ধুমার মগরাহাট, গাড়িতে আগুন, পুলিশকে ঘিরে বিক্ষোভ