সমীরণ পাল, দেগঙ্গা: বোমা-বিদ্ধ কৈশোর। মুর্শিদাবাদের ফরাক্কার পর এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা (Denganga)। তৃণমূলের পার্টি অফিসের পিছনে বোমা বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ১৪ বছরের এক কিশোর।
বিস্ফোরণে আহত কিশোর: এক সপ্তাহে দুবার। এবার দেগঙ্গায় বোমা বিস্ফোরণে গুরুতর আঘাত লেগেছে এক কিশোরের। বোমায় জখম কিশোরকে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তৃণমূলের পার্টি অফিসের পিছনে বাগান থেকে উদ্ধার হয়েছে আরও ৩টি তাজা বোমা। শাসকদলের অভিযোগের আঙুল বিজেপি ও ISF-এর দিকে। বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বোমা ফেটে আহত শিশু: চলতি সপ্তাহেই ফরাক্কার (Farakka) হাউসনগরে বোমা ফেটে আহত হয় ৩ শিশু। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়। স্কুলে যাওয়ার পথে বোমায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার আঘাতে উড়ে যায় হাত-পা। মুর্শিদাবাদের ফরাক্কার হাউসনগর গ্রামে বুধবার সকাল ৮টা নাগাদ ICDS সেন্টার থেকে খাবার আনতে যাচ্ছিল তিন শিশু। পুকুর পাড়ে পড়েছিল বোমা। বল ভেবে হাতে তুলতেই বিস্ফোরণ হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তিনজনের ভর্তি করা হয়। কে বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা রেখে গিয়েছিল, তার তদন্ত শুরু করে পুলিশ।
একাধিকবার বোমা ফেটে আক্রান্ত শিশু: শুধু ফারাক্কা বা দেগঙ্গাই নয়। একাধিকবার বাংলায় বারবার বোমা বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে শৈশব। গত ১৬ অক্টোবর, পুজোর আগে নদিয়ার নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রামে বোমা ফেটে জখম হয় দুই ভাই-সহ ৩ বালক।তার আগে ১৮ অগাস্ট,মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে জখম হয় এক নাবালক। ১৫ জুলাই, এই জেলারই সালারে বোমা ফেটে জখম হয় এক বালক ও এক শিশু।৩০ জুলাই,একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তর ২৪ পরগনা ও মালদা, দুই জেলায় বোমা ফেটে গুরুতর জখম হয় দুই বালক। বসিরহাটে হাত উড়ে যায় এক বালকের। মানিকচকে বোমা ফেটে গুরুতর জখম হয় আরেক বালক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata News: যুবক খুনের প্রতিবাদে ধুন্ধুমার, অভিযুক্তকে বেধড়ক মার স্থানীয়দের