সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্ধ্যা নামলেই আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। কখন কোন দিক থেকে অতর্কিতে হামলা করবে শেয়াল (Fox), তা জানা নেই। ইতিমধ্যেই শেয়ালের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। আতঙ্কের পরিবেশ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গা (Deganga) হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে চটকা বেড়িয়া শেখপাড়ায়।
শেয়ালের আতঙ্কে তটস্থ দেগঙ্গার শেখপাড়ার বাসিন্দারা-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যে নামলেই পথচলতি মানুষের উপর হামলা করছে একদল শেয়াল। তবে, শুধু রাতেই নয়, দিনের বেলাতেও ফাঁকা মাঠের মধ্যে বা ফাঁকা রাস্তায় কাউকে একা পেলেই আক্রমণ করছে শেয়ালের দল। এক সত্তর বছরের বৃদ্ধার হাতে কামড়ে দিয়েছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেইদিনই আরও দুজন শেয়ালের কামড়ের মুখে পড়ে। গ্রামের মানুষ হাতে লাঠি তুলে পাহারা দিচ্ছেন। কখন শেয়াল এসে হামলা চালায়, কেউ বলতে পারছে না। জানা গিয়েছে, এরইমধ্যে শেয়ালের কামড়ে আক্রান্ত হয়েছেন তিনজন। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন - North 24 Paraganas: ব্লিচিং পাউডার বোঝাই ট্রাকে দাউদাউ আগুন, ক্ষতিগ্রস্ত তিনটি ট্রাক
প্রসঙ্গত, কিছুদিন আগে বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রামে শেয়ালের আতঙ্ক দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় দু বছর ধরে বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রামের ডাঙ্গাপাড়ায় একটি শেয়াল চলে আসে। ক্রমে সে লোকালয়ের মধ্যেই থাকতে শুরু করে। পাড়ার লোকেদের দেওয়া খাবার খেলে শেয়ালটি ক্রমশ গৃহপালিতও হয়ে পড়ে। কিন্তু গোলমাল বাধে কয়েকদিন ধরে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কিছুদিন ধরে শেয়ালটি গ্রামে হাস, মুরগি, ছাগল ছানা মারতে শুরু করেছে। তারপরই গ্রামবাসীদের পক্ষ থেকে শেয়ালটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। উল্টে মানুষের তাড়া খেয়ে সে বেশ কিছু মানুষের উপর আক্রমণ করে। জানা গিয়েছে, গ্রামের প্রায় ৬ জনকে এখনও পর্যন্ত আক্রমণ করেছে শেয়ালটি।