সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রথের সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘোলায় !আজ সকাল ছটা নাগাদ কল্যানী এক্সপ্রেস ওয়েতে ঘোলা থানা এলাকায় খেপলির বিলের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। পণ্যবাহী গাড়ির ধাক্কায় চালক-সহ ৩ স্কুটার আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি পুলিশের।

Continues below advertisement

আরও পড়ুন, 'চড়া হারে রিটার্ন..', লোভনীয় বিজ্ঞাপন দেখে বিনিয়োগ চিকিৎসকের ! তারপর যা হল..

Continues below advertisement

সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল খাস কলকাতা।  বাঘাযতীনে বাইক চালককে পিষে দিয়েছিল বেপরোয়া লরি। নিহত বাইক চালকের দেহ চেনাই দায়, রাস্তায় পড়েছিল শুধু দেহাংশ । পৌনে এগারোটা নাগাত, বাঘাযতীন মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে একজন সফর করছিলেন। আচমকাই তাঁকে পিষে একটি লরি। এতটাই ভয়াবহভাবে দুর্ঘটনা হয়েছে, যে বাইক চালককে চেনাই যাচ্ছিল না। রাস্তায় পড়ে ছিল শুধুই দেহাংশ। এবং সেই দেহাংশ চাদরে করে যাদবপুর থানার পুলিশ নিয়ে গিয়েছিল। বাইকটিকে উদ্ধার করা হয়।  

 এর আগে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখী হয়েছিল পুরুলিয়ার বলরামপুর। লরির সঙ্গে চারচাকার সংঘর্ষে মৃত্য়ু হয়েছিল ৯ জনের। ভোর বেলায় পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার দিক থেকে বরযাত্রী সমেত ওই চারচাকাটি ঝাড়খণ্ডের নিমডির দিকে যাচ্ছিল সেই সময় উল্টোদিক থেকে আক্ষরিক লোহা বোঝাই একটি লরি আসছিল। বলরামপুর থানার অন্তর্গত নামসোল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ২টি গাড়ির। বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে গেলে চারচাকায় থাকা ৯জনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আর এই ঘটনাতেই পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে মুখ্য়মন্ত্রীকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। পাল্টা উত্তর দিয়েছিল তৃণমূলও।

সিউড়িতে দুর্ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছিল উত্তেজনা। প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ পর, পুলিশের বলা সত্বেও অবরোধ না ওঠায় লাঠিচার্জ করা হয়। ঘটনায় পুলিশের হাতে পাকড়াও হয়েছিলেন ঘাতক গাড়ির চালক। ভয়ঙ্কর! এই ছবি যে কারও মনে ভয় ধরানোর জন্য় যথেষ্ট। জনবহুল রাস্তায় কন্টেনারের চাকার তলায় এক জীবন্ত ব্য়ক্তি !তারপরও থামেনি সেদিন গাড়ির চাকা। ঘাতক কন্টেনারের চাকার সঙ্গে গড়াতে শুরু করেছিলেন তিনি। প্রাণপণে ছুটছিলেন স্ত্রী। চাঞ্চল্য়কর এই ছবি বীরভূমের সিউড়ির।