সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : পুজোর ভিড়ের খেসারত! বঙ্গে বাড়ছে করোনা! উদ্বেগের মধ্যেই চিন্তা আরও বাড়াচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে, তা অনুযায়ী চলতি বছরের জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ২২৪ জন।
অন্যদিকে অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার (9,684)। মৃত্যু হয়েছে ২ জনের। কিন্তু, তারপর থেকে যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তাতে আক্রান্তের সংখ্যাটা আরও বেড়েছে বলেই অনুমান চিকিৎসকদের।
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০-র কাছাকাছি।
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২ জন। এরই মধ্যে ষষ্ঠীর দিন, ১১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দীপালি দত্ত নামে এক মহিলার। বৃহস্পতিবার কলাবাগান এলাকার আরেক বাসিন্দা রুমকি দাসের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। এদিন নিউ আলিপুর লাগোয়া ১১৬ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় পরিদর্শনে যায় পুরসভার প্রতিনিধি দল। শুধু কলকাতা নয়। উদ্বেগজনকভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে সল্টলেকেও। বিধাননগর পুরসভা সূত্রে খবর, জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ জন আক্রান্ত হয়েছেন সেখানে।
আর অক্টোবরে মাত্র ২০ দিনে ২৪ জন আক্রান্ত হয়েছেন! সল্টলেকের এক ডেঙ্গি আক্রান্ত পরিবারের তরফে দাবি, এলাকায় মশা মারার কাজ হয় না, জঞ্জাল পড়ে আছে, ধোয়া দিতে আসে না। ফলে সেইসব কাজ বন্ধ আছে।বিধাননগর পুরসভার মেয়র পারিষদ প্রণয় রায়ের (স্বাস্থ্য) মতে, পুজোর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢিলেমি হয়েছে। আমাদের খামতি, বৃষ্টিও বেশি হয়েছে, তাই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। উদ্বেগ বাড়িয়ে শিশুদের মধ্যেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে।
সেই সঙ্গে ভয় ধরাচ্ছে শিশুদের জ্বরজারি। এদের মধ্অযে অনেকেই ডেঙ্গি আক্রান্ত। পার্কসার্কাসে ১৫ শিশু ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন ডেঙ্গির জ্বর কেটে গেলে সতর্ক থাকা প্রয়োজন।
একদিকে বাড়ছে করোনা। অন্যদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া! ফের ভয়ের ভ্রুকুটি।