সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: একুশে জুলাই (21 July) উপলক্ষ্যে তৃণমূলের (TMC) প্রস্তুতি সভা। বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত (Panchayat) সমিতি সভাপতি ও সহ সভাপতিরা উপস্থিত হলেও, এলেন না সাংগঠনিক জেলার সভাপতি। এই নিয়ে বাগদায় শুরু রাজনৈতিক তরজা (Political Tussle)। প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। গোটা ঘটনায় কটাক্ষ বিজেপির (BJP)।


প্রস্তুতি সভায় ‘উপস্থিতি’-তরজা


আর মাত্র দিন কয়েক বাকি। তারপরেই একুশে জুলাই। ধর্মতলায় তৃণমূলের মহাসমাবেশ। জেলায় জেলায় চলছে তারই প্রস্তুতি। কিন্তু এরইমধ্যে, উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চায়, তৃণমূলের প্রস্তুতি সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


 শনিবার, এই হেলেঞ্চায়, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করেন বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‍ দাস। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, নৈহাটি, বীজপুর, অশোকনগরের তিন তৃণমূল বিধায়ক। হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিরা। কিন্তু সেখানে দেখা গেল না, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও বাগদার দুই ব্লক সভাপতিকে। 


অন্যদিকে, কিছুদিন আগেই, হেলেঞ্চায়, একুশে জুলাই উপলক্ষ্যে একটি সভার আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও বাগদার দুই ব্লক সভাপতিকে দেখা গেলেও, ছিলেন না, বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ও তাঁর অনুগামীরা। 


আরও পড়ুন: Darjeeling: ঘর থেকে উদ্ধার প্রেমিকার ঝুলন্ত দেহ, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিক


গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজা


তৃণমূলের ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে? কটাক্ষ বিজেপির। যদিও মানতে নারাজ তৃণমূল। সবমিলিয়ে, একুশের আগে, নেতাদের উপস্থিতি ও অনুপস্থিতি ঘিরে শুরু তরজা। 


বিতর্কে বিশ্বজিৎ দাস


একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাঁকে ভগিনী নিবেদিতার (Sister Nivedita) সঙ্গে তুলনা করেন বাগদার বিধায়ক। এর আগে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীকে রানি রাসমনির সঙ্গেও তুলনা করেছিলেন বিশ্বজিৎ দাস। এসব ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক।