সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) অব্যাহত শাসনে। বিজেপি করার অপরাধে বিজেপি নেতার অটো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অটো ইউনিয়নের সম্পাদক ও তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে শাসন ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় বিজেপির তিন নম্বর মন্ডলের সভাপতি গণেশ ঘোষের অভিযোগ, গত লোকসভা নির্বাচনে তিনি মন্ডল সভাপতি হিসেবে সক্রিয়ভাবে বিজেপির দায়িত্ব পালন করেছেন। ১ তারিখে ভোটের ফলাফল ঘোষণা হতেই ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের সভাপতি মেহেদী হাসান বেলিয়াঘাটা থেকে ছোট জাগুলিয়া রূটে তার যে অটো চলছিল সেই বন্ধ করে দিয়েছে। তৃণমূল নেতা মেহেদী হাসান হুমকি দিয়ে বলেন বিজেপি করা চলবে না। বিজেপি করলে এই এলাকায় অটো চালানো যাবে না। অবশেষে নিরুপায় হয়ে শাসন থানার পাশাপাশি বারাসাত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা।
তবে তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফলতি বেলিয়াকাটা অঞ্চল তৃনমূলের সভাপতি মেহেদী হাসান। পাশাপাশি তিনি বলেন এ ধরনের কিছুই জানি না অটো ইউনিয়ন রয়েছে, তাঁদের হয়তো কোনও আইন ভঙ্গ করেছে। সেটা খোঁজ নিয়ে দেখতে হবে পুলিশের অভিযোগ করেছে পুলিশ তদন্ত করে দেখবে।বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শম্ভু ঘোষ বলেন ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে কেউ এই ধরণের হুমকি বা অটো বন্ধ করে দেয়নি। ওই বিজেপি নেতা রুটে অটো লাগিয়ে অটো চালাক। আমাদের কোনও বাধা নেই।'
উপনির্বাচনের পরও রায়গঞ্জে চলে ভোট পরবর্তী অশান্তি। কংগ্রেস-সিপিএম জোটের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা, কংগ্রেসের পোলিং এজেন্টের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূলও। বুধবার মাত্র ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও দেখা গেছে অশান্তির ছবি। উপনির্বাচন মিটতে, রায়গঞ্জে শুরু হয়ে গেল ভোট পরবর্তী হিংসাও।
আরও পড়ুন, বর্ষায় বিপন্ন ডুয়ার্সের বন্যপ্রাণ, গৃহস্থের ঘরেই আশ্রয় অজগরের !
রায়গঞ্জে কংগ্রেস জোটের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা, কংগ্রেসের পোলিং এজেন্টের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল তৃণমূলও। বুধবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের বুথে, এক ভুয়ো ভোটারকে ধরেন কংগ্রেসের পোলিং এজেন্ট।ভোটারদেরকে বুথে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় কংগ্রেসের তরফে। তার প্রতিবাদ করাতেই তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।