সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে দুর্নীতির অভিযোগে, তৃণমূলের (TMC) পাশাপাশি জড়িয়ে গেছে বিজেপির (BJP) নামও। উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সমীক্ষক অঙ্গনওয়াড়ি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও, ওই বিজেপি (BJP) নেতার পাল্টা দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। 


প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে (Pradhan Mantri Awas Yojana) জেলায় জেলায়, যেমন তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ উঠছে, তেমন, কিছু কিছু জেলায় এই অভিযোগও উঠছে, যে তৃণমূলের () মতোই একই দোষে দুষ্ট বিজেপিও। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপকদের তালিকা নিয়ে সমীক্ষার মধ্যেই স্বরূপনগরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক অঙ্গনওয়াড়ি কর্মীর। ভুল তথ্য লেখার জন্য চাপ দেওয়ার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছে পরিবার। এবার উত্তর ২৪ পরগনারই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যর বিরুদ্ধে উঠেছে একই রকম চাপ দেওয়ার অভিযোগ।


অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে বিডিওর কাছে দায়ের করা হয়েছে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এই বাড়ির মালিক হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বিপুল রায়ের দাদা বিপ্লব রায়। অথচ তাঁর নাম উঠেছে আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায়। 


৭ তারিখে বিপ্লবের বাড়িতে সমীক্ষা করতে যান অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS) নিভা মৈত্র এবং ICDS কর্মী রিঙকু মণ্ডল ও রেবা বাইন। তাঁদের অভিযোগ পাকা ঘর, মোটর সাইকেল, টোটো থেকে টিভি, ফ্রিজ থাকা সত্ত্বেও হুমকি দিয়ে জোর করে দাদার নামে কাঁচা বাড়ি লিখিয়ে নেন বিজেপি নেতা বিপুল রায়।


পরের দিন বাগদার বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেন ওই তিন আশা ও আইসিডিএস কর্মী। যদিও অভিযুক্ত বিজেপি নেতার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানো হচ্ছে। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন পঞ্চায়েতের প্রধান (Panchayet Pradhan)। 


সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা যাচাই করার কাজ শুরু করেছে সরকার। বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে, যাঁদেরর দরকার তাঁরা বাড়ি পেয়েছেন কি না। বা যাঁরা পেয়েছেন তাঁদের প্রকৃত প্রয়োজন আছে কিনা। সমীক্ষা শুরু হতেই উঠছে একের পর এক অভিযোগ। যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে রোজ্যজুড়ে শোরগোল।


আরও পড়ুন: South 24 Pargana: আবাসে 'দুর্নীতি'র বাস, দাদার নামে কাঁচা বাড়ি লিখিয়ে নিতে বিজেপির পঞ্চায়েত সদস্যের 'চাপ'