সমীরণ পাল ও সুজিত মণ্ডল, কলকাতা: উৎসবের আনন্দ ঢাকল মৃত্যুর অন্ধকারে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (Bhatpara Program) উৎসবে অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নৃত্য শিল্পীর (Tragic Death Of A Dancer)। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা-মা। নদিয়ার বাড়িতে শোকের ছায়া।
বিশদ...
শরীরে তখনও নাচের পোশাক। মুখ-চোখে তখনও স্পষ্ট মেকআপ। বুকে হাত বুলিয়ে দিচ্ছেন নাচের শিক্ষক। ছেলের পা আঁকড়ে কেঁদে চলেছেন মা। কাঁদছেন সহশিল্পীরাও। এক সময় মূর্ছা গেলেন মা। কিন্তু আর উঠল না ছেলে! উত্তর ২৪ পরগনার ভাটপাড়া উৎসবে অনুষ্ঠান চলাকালীন এস্বাভাবিক মৃত্যু হল এক নৃত্য শিল্পীর।
মৃত শিল্পীর নাম সজল বাড়ই। বয়স ২১ বছর। গত কাল অর্থাৎ বৃহস্পতিবার ভাটপাড়ায উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। উদ্যোক্তাদের দাবি, মঞ্চে ওঠার আগের মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন সজল। বাড়ি নদিয়ার কল্যাণী পুরসভার ১নং ওয়ার্ডে। তরুণ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মৃতের বাবা, সমীর বাড়ই বলেন, 'আমার ছেলেকে মেরে ফেলেছে এইটুকু জানি। কারেন্টের শক খেযে মারা। কারেন্টের শক খাইয়েছে ওরা। জোর করে। জোর করে না, অত বড় একটা প্রোগ্রাম করহলে কেন ট্রিপ করবে। কর্তৃপক্ষর দায় নাই, এর জন্য? এতবড় একটা প্রোগ্রাম করে দুনিয়ার লোককে ডেকে। আর কী বলব! এখন বলছে, আমার ছেলে স্ট্রোক করেছে, মৃগী আছে, হেনা করেছে, তেনা করেছে। পোস্টমর্টেমেও ভুল দেবে। পোস্টমর্টেমেও ভুল দেবে। সব নেতাগিরি। রাজনীতি চলে। সব জায়গায়, মানুষকে মেরে রাজনীতি!' এই ঘটনা উসকে দিয়েছে, গত বছরের ২৬ জুনের পড়শি রাজ্যের ঘটনার স্মৃতি। ত্রিপুরার কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়। রশিতে টান দিতেই হাইটেনশন তারে লেগে যায় লোহার রথের চূড়া। ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পুড়ে মৃত্যু হয় ২ শিশু-সহ ৬ জনের। এবার উত্তর ২৪ পরগনায় মৃত্যু হল এক তরুণ নৃত্যশিল্পীর। কী করে ঘটল এমন ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। বন্ধ হয়ে গিয়েছে উৎসব।
কী হয়েছিল ত্রিপুরার ঘটনায়?
গত বছর জুনের ওই ঘটনায় কুমারঘাট ব্লক চৌমুহনী পৌঁছতেই আসাম-আগরতলা জাতীয় সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে স্পৃষ্ট হয় লোহার স্ট্রাকচারে তৈরি কুমারঘাট ইসকনের রথ। রথের সংস্পর্শে থাকা বেশ কয়েকজন সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা জানান, ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক।
আরও পড়ুন:নলি কাটা ও মাথা ফাটা দেহ উদ্ধার ! ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা দেগঙ্গায়