সমীরণ পাল, বারাসাত: সিগনালিং পয়েন্টে গোলমালের জেরে ব্যাহত রেল পরিষেবা (Train Disruption)। বারাসাত স্টেশনে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। যার জেরে শিয়ালদা-বনগাঁ (Sealdah- Bongaon) এবং শিয়ালদা-হাসনাবাদ (Sealdah- Hasnabad) শাখায় থমকে ট্রেন চলাচল। সপ্তাহের কাজের দিনে দুর্ভোগে নিত্যযাত্রীরা।
ব্যাহত রেল পরিষেবা: এদিন ভোর থেকে ব্যাহত হয় রেল পরিষেবা। ডাউন লাইন অর্থাৎ শিয়ালদার দিকে যাওয়ার যে সিগনালিং পয়েন্ট আছে, তাতে গোলমাল দেখা দিয়েছে। ফলে বারাসাত ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ছে ট্রেন। সিগনালিং সমস্যার জেরে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-হাসনাবাদ শাখার একের পর এক ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সপ্তাহের কাজের দিন রেল পরিষেবা ব্যাহত হওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা। সপ্তাহে কাজের দিনে অনেকেই ভেবে পাচ্ছেন না, অফিসে দেরি হওয়া এড়াবেন কীভাবে। আদৌ অফিস পৌঁছতে পারবেন কি না।
এর আগে গত সপ্তাহে ব্যারাকপুরে রেল অবরোধ হয় (Barrackpore Rail Blockage)। যার জেরে অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। স্টেশনের ফুট ওভারব্রিজ (Footbridge) সম্প্রসারণের দাবিতে হয় অবরোধ। জানা যাচ্ছে, ব্যারাকপুর নাগরিক প্রতিরোধ মঞ্চ তরফ থেকে ওই অবোরোধ শুরু হয় ওইদিন সকাল ৯ টা নাগাদ। স্পষ্টতই যে সময় নিত্যযাত্রীদের ভিড় থাকে। কিন্তু অফিস টাইমে অবরোধ হওয়ায় সমস্যায় পড়েন তাঁরা।
কেন অবরোধ? আয়লা ঝড়ের পর ব্যারাকপুর ষ্টেশনে (Barrackpore station) একটি ওভার ব্রিজ ভেঙে যায়। নিত্যযাত্রী থেকে এলাকার বাসিন্দারা এই ওভার ব্রিজের উপর খুবই নির্ভর করতেন। তাই তা সারাবার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্ত এত বছর পার হয়ে গেলেও তা সারানো হয় নি। তাই এক প্রকার বাধ্য হয়েই রেল অবরোধের পথ বেছেছেন বলে জানিয়েছিলেন অবরোধকারীরা। অবরোধকারীদের জানিয়েছিলেন প্ল্যাটফর্মের উপর ফুটব্রিজটি সম্প্রসারিতও করার প্রয়োজন । দিনে দিনো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ওভারব্রিজটির আর সম্প্রসারণ করা হয়নি। দুটি প্ল্যাটফর্মে রেলব্রিজ ব্যবহার করে পৌঁছানো গেলেও, ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত ব্রিজটির সম্প্রসারণ হয়নি। ব্যস্ত সময়ে যাত্রীদের বারবার ব্রিজ বদল করে যাতায়াত করতে হয়। কখনও ট্রেন মিসও হয়ে যায়। সেই কারণেই টানা রেলব্রিজের দাবি তুলেছিলেন নিত্যযাত্রীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Arunima Pal Update: চাকরি চেয়ে পুলিশের 'কামড়', গোড়া থেকেই সরব এবিপি আনন্দ