সমীরণ পাল, বনগাঁ (উত্তর ২৪ পরগণা): বনগাঁর (Bongaon) যশোর রোডে (Jessore Road), গাছের ডাল ভেঙে পড়ে ২ জনের মৃত্যু। আহত হন ২ জন। ঘটনার পরই, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায় এলাকাবাসী (local people)। 


যশোর রোডে গাছের ডাল ভেঙে পড়ে মৃত ২


রবিবার ছুটির দিন। মাংসের দোকানে ভালই ভিড় হচ্ছিল। আচমকা নেমে এল বিপদ। বনগাঁর চাঁদপাড়ায়, মাংসের দোকানের (meat shop) ওপর হঠাত্‍ই ভেঙে পড়ে একটি গাছের ডাল। মৃত্যু হয়, ক্রেতা (customer), বিক্রেতা (seller) দু’জনের। 


মৃত রতন মণ্ডল মাংসের দোকানের মালিক। বয়স ৪৮। অপরজন ক্রেতা, স্নেহাংশু বিশ্বাস। বেলা সাড়ে ১২ টা নাগাদ দোকানের ওপর হঠাত্‍ই ভেঙে পড়ে গাছের ডালটি। নিচে আটকে পড়েন ২ জন। গাছের ডাল তুলতে আনতে হয় ক্রেন। উদ্ধারের পর,  আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন ২ জন। 


এরপরই চাঁদপাড়া বিডিও অফিসের সামনে, গাছের গুঁড়ি ফেলে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। 


আরও পড়ুন: West Midnapore: বেলদায় আইএনটিটিইউসির বিরুদ্ধে রেল লাইনের একাংশের কাজ বন্ধ করার অভিযোগ


বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা


প্রত্যক্ষদর্শী রথীন সরকারের কথায়, 'বাইক চালানোর সময় আওয়াজ শুনতে পাই। দেখি একটা মুরগির দোকানের তলায় চাপা পড়ে রয়েছে। আমার ওপরেও পড়তে পারত।'


স্থানীয় সূত্রে জানা হিয়েছে, চাঁদপাড়া বিডিও অফিসের পাশে মুরগির মাংসের দোকানটি একটি শিরিষ গাছের নিচে ছিল। এদিন ওই দোকানের উপর ভেঙে পড়ে শিরিষ গাছের বড় ডাল। 


বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও সভাপতি গোপাল শেঠ বলেন, 'যে গাছ মারা গেছে, শুকিয়ে গেছে, সেগুলি কাটা নিয়ে কারও আপত্তি নেই। সেগুলি কাটা হচ্ছে না। কেন্দ্রের গাফিলতি।' শেষমেষ পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।