সমীরণ পাল ও শিবাশিস মৌলিক, উত্তর ২৪ পরগনা: ২ তৃণমূল কাউন্সিলরের (TMC Councillors) অনুগামীদের মধ্যে সংঘর্ষের জের। খড়দার (Khardah) পুরানিবাজারে নিহত তৃণমূল কর্মী (TMC Worker Dead)। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় টিটাগড় (Titagarh) পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। ২ কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে গন্ডগোলের কথা স্বীকার করে নিলেন টিটাগড় পুরসভার প্রধানও। 


গোষ্ঠীসংঘর্ষে নিহত তৃণমূল কর্মী


দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষে প্রাণ গেল তৃণমূলেরই এক কর্মীর। আর এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। খড়দা থানার আইসির ধমক খেলেন খোদ শাসকদলেরই কাউন্সিলর। 

খড়দা থানার আইসি রাজকুমার সরকারকে বলতে শোনা যায়, 'আজকে যেটা করেছ না, পাড়ার গুন্ডারাও এরকম করে না। ইলেকটেড মেম্বার তোমরা ২ জন। মারামারি করছ রাস্তায় পাবলিক দেখছে। হোয়াট ইজ দিস?' মৃত তৃণমূল কর্মীর নাম আকাশ প্রসাদ। স্থানীয় সূত্রে খবর, এলাকায় টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউ এবং ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে।


রবিবার দুপুরে পুরানিবাজারে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যেই ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেই সময় গুরুতর জখম হন, তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত আকাশ। পরে তাঁর মৃত্যু হয়। আহত হন বিকাশ সিংয়েরই আরেক অনুগামী।

আক্রান্ত তৃণমূল কর্মী রৌনক পাণ্ডের দাবি, 'সোনু সাউ ডেকেছিল আমায়। আমি যাইনি।' কিন্তু কে এই সোনু সাউ? রৌনক পাণ্ডের কথায়, 'সোনু সাউ কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ডের।' তিনি কোন দলের? রৌনক পাণ্ডেই জানান সোনু সাউ তৃণমূলেরই। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় খড়দা থানার পুলিশ। খড়দা থানার আইসিকে ফের বলতে শোনা যায়, 'তোমাদেরকে সামনে ডেকে আমি বসে বলেছি। যে এখন ইলেকশন। তোমাদের বোঝা উচিত। ভাইয়ে ভাইয়ে লড়াইও ঠিক করে নেওয়া উচিত।'

এদিন খড়দা থানার আইসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের। টিটাগড় পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউকে বলতে শোনা যায়, 'আপনি এসে আমাকে ধমকাবেন, এটা ঠিক না।' আইসি পাল্টা বলেন, 'তোমার ধমকি শোনার জন্যও বসে নেই আমি। আমি বসে নেই। তোমার মতো ৪৪ খানা কাউন্সিলর আছে আমার। বেআইনি কাজ করবে না।'


 



এই সোনু সাউয়ের বিরুদ্ধেই অপর কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামীদের বাড়িতে তালা দিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। টিটাগড় পুরসভার ২২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং বলেন, 'তালা দেওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে আমি শুনেছি যে নাকি কাউন্সিলরের সাথে থাকবে না তাঁর বাড়িতে তালা দেওয়া হচ্ছে।' কে এমন করছে জিজ্ঞেস করা হলে উত্তর আসে, 'এটা কাউন্সিলর করছে শুনলাম। ওই আমাদের টিটাগড়ের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।'


খড়দার এসিপি আবনুর হোসেনকে বলতে শোনা যায়, 'বাড়ি খালি করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে?' কাউন্সিলরের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে নিয়েছেন টিটাগড় পুরসভার প্রধান।


আরও পড়ুন: Dilip Ghosh: 'মমতা চান নিজের নামটাও থাকুক', বিশ্বভারতীতে ফলক বিতর্কে মন্তব্য দিলীপের

টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, 'দুপুরবেলা দুটো ছেলের মধ্যে ঝামেলা হয়েছে। ২ ছেলেই ২ কাউন্সিলরের সমর্থক। তাতেই ২ কাউন্সিলর সামনাসামনি হয়ে গেছে। কথা কাটাকাটি হয়েছে।' তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু। বেশ কিছুক্ষণ ধরে উত্তপ্ত থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial