বরানগর: বামগড় বলে পরিচিত বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। এবার সেই ওয়ার্ডও ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। জয়ী হলেন ২৭ বছরের শান্তনু মজুমদার। জেতার পর শান্তনুর প্রতিক্রিয়া, “ বিগত কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কখনই জেতেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্যই জিতেছি। এই ওয়ার্ডে এখনও অনেক কাজ বাকি রয়েছে। কাল থেকেই নেমে পড়তে হবে। মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে।


১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী নির্দল। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল। ৩০টি পুরসভা বিরোধীশূন্য।
১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। প্রায় ৪ দশক পরে কাঁথির অধিকার হারাল অধিকারীরা। প্রায় ৩ দশক পরে বহরমপুর হাতছাড়া কংগ্রেসের। জয়নগর-মজিলপুর পুরসভাও তৃণমূলের কাছে হারাল কংগ্রেস। নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রাখল সিপিএম। চমক দিয়ে দার্জিলিং পুরসভা দখল করল নতুন পার্টি ‘হামরো’। দিলীপ, সুকান্ত, অর্জুনের গড়েও ধরাশায়ী গেরুয়া।


ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা। আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন। জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি। আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।’


এরপর তৃণমূল নেত্রী বলেন, "পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, বর্ধমানে কিছু হয়নি। কোথাও কিছু ঘটেনি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। ১১ হাজার ২৫টি বুথের মধ্যে মাত্র ৭টি বুথে অভিযোগ উঠেছে। দার্জিলিঙে আমরাও খাতা খুলেছি, ৫টি দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক। আগামী দিনে জিটিএ নির্বাচন হবে। পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রকে বলেছি। দার্জিলিঙে পঞ্চায়েত ভোটের জন্য বলেছি, কেন্দ্রের জন্য আটকে আছে। জয়নগরে তৃণমূল কখনও পুরসভার ভোটে জেতেনি। এই বিপুল ভোটে জয় আমাদের মানুষের কাজ করতে এগিয়ে দেবে।''


আরও পড়ুন: BJP Meeting: পুরভোটে ধরাশায়ী বিজেপি, ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির