সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্ধান চাই পোস্টার তৃণমূলের বিধায়কের নামে,  নিচে লেখা ' তৃণমূল সম্মান রক্ষা কমিটি '। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম এর নামে পোস্টার পড়ল তার বিধানসভার মুরারিশাহা চৌমাথা সহ পার্শ্ববর্তী এলাকায় , এমনকি তার অফিসের সামনে এবং তার বাড়ির আশেপাশেও পড়েছে এই পোস্টার।


যদিও এই বিষয়ে বিধায়ক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনওরকম যোগাযোগ করা যায়নি। তাকে বহুবার ফোন করা হলেও ফোনে যোগাযোগ করা যায়নি। এই বিষয়ে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে এলাকায় এই পোস্টার পড়েছে সেই হাসনাবাদ তৃণমূলের ব্লক সভাপতি-এসস্কেন্দার গাজী বলেন,'এটা বিরোধীদের চক্রান্ত , রফিকুল ইসলাম যেহেতু আগে সিপিএম দলের ছিল তাই সিপিএমের পক্ষ থেকে এই পোস্টার মেরেছে বলেই আমরা মনে করছি। এই পোস্টার এর সঙ্গে তৃণমূল দলের কোনও যোগ নেই।'


পাশাপাশি তিনি এটাও স্বীকার করেন যে, 'বিধায়ক রফিকুল ইসলামকে এলাকায় দেখা যায় না । তিনি খুব কম থাকেন , সেই বিষয়ে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একটা ক্ষোভ আছে। তিনি এও বলেন,' যে গত ৩০ অক্টোবর তৃণমূলের একটি বিজয়া সম্মেলনে অনুষ্ঠান হয়েছিল বিধায়কের বাড়ির পাশেই কিন্তু বিধায়ক সেখানেও উপস্থিত ছিলেন না , যেটা মানুষ দেখেছে।'


আর এই বিষয়ে সিপিএমের প্রাক্তন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রাক্তন জেলা কমিটির সদস্য সুবিদ আলী গাজী বলেন,'এটা তৃণমূলের অন্তদ্বন্দ্ব। সামনে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । রফিকুল ইসলাম যাতে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী না হতে পারে, তার জন্য এই ক্ষোভ তৃণমূলের ভেতরেই। সিপিএম পার্টি এরকম রাজনীতি করে না । সরাসরি মোকাবেলা করার ক্ষমতা রাখে।' 


আরও পড়ুন, জোড়াবাগান হত্যাকাণ্ডে গ্রেফতার দ্বাদশ শ্রেণির পড়ুয়া, 'ব্যক্তিগত আক্রোশের জেরে খুন..' ?


'নিরুদ্দেশ হিরণ চট্টোপাধ্যায়।' একুশ সালে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এরকম সব পোস্টার ছড়িয়ে পড়েছিল খড়গপুরের তালবাগিচায়। সমর্থন জানিয়েছিল তৃণমূল। 'নিরুদ্দেশ নই। বিধানসভায় যেতে হচ্ছে।', অভিযোগ উড়িয়ে পরে দাবি জানিয়েছিল হিরণের।বিধায়ক নিরুদ্দেশ, খুঁজে দিলে পুরস্কৃত করা হবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তালবাগিচায় আনাচে আকাচে দেখা গেল এরকমই সব পোস্টার। কোনও পোস্টারে আবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কার্টুনও আঁকা রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।