প্রকাশ সিন্হা, আবীর দত্ত, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ব্যক্তিগত আক্রোশের জেরে খুন করা হয়েছে জোড়াবাগানের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। পাশাপাশি এই ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ব্যক্তি খুন হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
কোথাও বিস্ফোরণে জখম নাবালক। কোথাও আবার বাড়ি থেকে গৃহকর্তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । আলোর উৎসবের মরশুমে, কলকাতায় এ যেনও অপরাধের আঁধার। এবার জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। খুনের ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করল পুলিশ। ডিসি নর্থ দীপক সরকার সরকার বলেন, চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করা হয়েছে।
আগামীকাল তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে। চারতলা এই বাড়ির ছাদের একটি ঘরে থাকতেন ৫৮ বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীপুজোর দিন ঘর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নৃশংসভাবে খুন করা হয় এই ব্যক্তিকে। মৃতদেহে ছিল কোপানোর একাধিক ক্ষতচিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বুধবার রাত ১টা থেকে দুটোর মধ্যে খুন করা হয় তাঁকে।
অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও, পিছনের দরজা খোলা ছিল।তা দেখে তদন্তকারীরা অনুমান করেন, আততায়ী নিহতের পূর্ব পরিচিত হতে পারে।মৃতের দেহ থেকে সোনার আংটি ও গলার চেন উধাও হয়ে যায়। খোয়া যায় তাঁর মোবাইল ফোন। আততায়ীর সন্ধান পেতে, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ৬-৭ জন ক্রস করেছিলেন এই দুঘণ্টার মধ্যে।
আরও পড়ুন, উপনির্বাচনের আগে TMC বিধায়কের নামে পড়ল নিখোঁজের পোস্টার ! 'সন্ধান চাই..'
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এরপরই তদন্ত নতুন দিকে মোড় নেয়। পুলিশ সূত্রে দাবি, নিহতের খোয়া যাওয়া মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখায় নদিয়ার চাপড়ায়। একদিকে সিসিসিভি ফুটেজ অপর দিকে নিহতের মোবাইলের টাওয়ার লোকেশন, এই দুয়ের জেরেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কী কারণে এই খুন হল? পুলিশ সূত্রে দাবি,খুনের নেপথ্যে রয়েছে চরম ব্যক্তিগত আক্রোশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।