সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যে ডেঙ্গির (Dengue) বলি আরও এক। দেগঙ্গায় (Deganga) ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু (Death) গৃহবধূর। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে (Death Certificate) ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ।  ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি এলাকার গৃহবধূর নাম সোমা দাস (২৫)।                                      


সূত্র মারফৎ জানা যায়, সোমা দাস গত সোমবার প্রথমে জ্বরে আক্রান্ত হন। এর পরে তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে রক্ত পরীক্ষা করতে ডেঙ্গি ধরা পড়ে। এরপর বিশ্বনাথপুর হাসপাতাল থেকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। মঙ্গলবার বারাসাত হাসপাতালে ভর্তি হয় সোমা দাস। ৩ দিন চিকিৎসার পরে শুক্রবার রাতে সোমা দাসের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা এরপর সঙ্গে সঙ্গেই তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসা চলার শনিবার রাতে সোমা দাসের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমেছে।                   


এদিকে, রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত চলছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। গত দু’ মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ৯ হাজার ৭৪৪ জন। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১২ জন। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃত্যু হয়েছে একজনের।                                         


আরও পড়ুন, ‘অকারণে হেনস্থা, সম্মানহানি, গণতন্ত্রকে রক্ষা করুন’, প্রধান বিচারপতির সামনে বললেন মমতা


অন্যদিকে, ম্যালেরিয়া সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠানো হলেও,  চলতি বছরের এপ্রিলের পর থেকে ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়নি বলে অভিযোগ। এপ্রিলে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯। সূত্রের খবর, বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার। অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। যা দেশের মধ্যে সর্বোচ্চ।                    



শুধু প্রশাসন নয়, মানুষকেও ডেঙ্গি নিয়ে সচেতন হতে হবে, মন্তব্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের।