সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রথমে সিআইএসএফ (Fake CISF Identity) পরিচয় দিয়ে যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ও তার পর তাঁর 'আপত্তিজনক' ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক (Youth Arrested By Bangaon Cyber Crime Police)। আদতে পশ্চিম বর্ধমানের বাসিন্দা, ৩৩ বছরের বিষ্ণু দেও চৌধুরীকে গ্রেফতার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। আগামীকাল তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করার কথা।


কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় রাহুল বিশ্বাস নামে অ্যাকাউন্ট খুলেছিল। সেখানে সিআইএসএফে কর্মরত হিসেবে নিজের পরিচয় দেয় সে। চলতি বছরের জুনে সোশ্যাল মিডিয়াতেই তার সঙ্গে আলাপ হয়েছিল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা, এক কলেজছাত্রীর। সোশ্যাল মিডিয়ার পরিচয় থেকে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয় দুজনের মধ্যে। কিন্তু পরে যুবতীর পরিবার তাঁকে এই সম্পর্ক থেকে সরে আসতে বলেছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যুবকের কথাবার্তায় কিছু সন্দেহ তৈরি হয়েছিল যুবতীর পরিবারের মনে। পরিজনের কথা শুনে যুবতী সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করতেই তাঁর 'আপত্তিজনক' ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল করতে থাকে বিষ্ণু, অভিযোগ এমনই। শেষমেশ, ১৮ অগাস্ট বনগাঁ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন যুবতী। বিষ্ণুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় সাইবার ক্রাইম থানায়। তদন্ত শুরু করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা যায়, আসলে দুর্গাপুর স্টিল প্লান্টে চাকরি করে ওই যুবক। আজ তাকে গ্রেফতার করা হয়। গত বছর জুন মাসে ভুয়ো পরিচয় দিয়ে শ্বশুরবাড়ি থেকে ১৭ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল কালিন্দীর এক যুবকের বিরুদ্ধে। 


গত বছরের ঘটনা...
ওই ঘটনায় শোনা গিয়েছিল, অভিযুক্ত যুবক বিয়ের আগে জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার এক সরকারি পদে কর্মরত তিনি। সেটি জেনেই প্রেম এবং সেখান থেকে বিয়ে, দাবি করে নির্যাতিতের পরিবার। পরে দেখা গেল পুরোটাই ভুয়ো! শুধু তাই নয়, অভিযোগ, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ১৭ লক্ষ টাকা নিয়েছিল ওই যুবক। সেই ঘটনাতেই কালিন্দীর বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। গত জুলাইয়ে আবার পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। ধৃতের নাম ভিকি সাউ। তার বিরুদ্ধে বরানগর থানায় তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের দাবি, বরানগরের আলমবাজার এলাকার বাসিন্দা ভিকি, পুলিশের পরিচয় ভাঁড়িয়ে তোলাবাজি করছিল। অভিযোগ পাওয়ার পরই তাকে গ্রেফতার করে পুলিশ। 


আরও পড়ুন:'কাঁহাতক দলকে ডিফেন্ড করবেন, কাজ কঠিন হয়ে যাচ্ছে', বিস্ফোরক কুণাল