ব্যারাকপুর: পুরভোটের (Municipality Election) আগে ফের অশান্ত উত্তর ব্যারাকপুর। তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে (Sushanta Mazumder) খুনের পর এবার যুব তৃণমূল নেতার (TMC Leader) ওপর হামলার অভিযোগ।


গতকাল রাতে এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন উত্তর বারাকপুর (North Dinajpur) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা দীপঙ্কর সাহা (Dipankar Saha)।


অভিযোগ, বাইক থামিয়ে ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। যুব তৃণমূল (TMC) নেতাকে মারধরের পর তাঁর সঙ্গীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। সমীর বসু নামে ওই তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। রাতে ঘটনাস্থলে যায় টিটাগড় (Titagarh) থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, পুরভোটের আগে বিজেপির তরফে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। বিজেপির (BJP) নাম জড়ানো তৃণমূলের রোগে পরিণত হয়েছে, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। 


আরও পড়ুন: Malda News: ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূল-বিজেপি-র, পুরভোটের আগে উত্তপ্ত ইংরেজবাজার


অন্যদিকে, দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার (North 24 Pargana) বিষ্ণুপুরের (Bishnupur) ভাসায় শ্যুটআউটের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের হামলায় একজন গুলিবিদ্ধ, একজনের মাথায় আঘাত লাগে। স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়িতেই ছিলেন দুই যুবক প্রদীপ নস্কর ও প্রভাত গায়েন। অভিযোগ, বোমা ছুড়তে ছুড়তে এলাকায় ঢোকে ৫-৭ জনের দুষ্কৃতীদল। বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। 


প্রদীপের পায়ে গুলি লাগে। বন্দুকের বাঁট দিয়ে প্রভাতকে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবকের পরিবারের দাবি, পুজোর সময় এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় প্রতিশোধ নিতেই হামলা। গুলিবিদ্ধ যুবক এসএসকেএমে ভর্তি।হামলার কারণ খতিয়ে দেখছে বিষ্ণপুর  থানার পুলিশ।


আরও পড়ুন: Dadagiri: 'দাদাগিরি'তেও বাজিমাত ভুবন বাদ্যকরের, মঞ্চ মাতল 'কাঁচা বাদাম' গানে


পাশাপাশি সিপিএমের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে, বামফ্রন্ট থেকে বেরিয়ে মেদিনীপুর পুরসভায় আলাদা প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক। বাম শরিক দলের অভিযোগ, কংগ্রেস ও নির্দলদের জন্য আসন ছাড়লেও, তাদের জন্য কোনও আসন বরাদ্দ করেনি সিপিএম। যদিও সিপিএম এই অভিযোগে আমল দিতে নারাজ।