সমীরন পাল, উত্তর ২৪ পরগনা: ফের বেআইনিভাবে বালি তোলার অভিযোগ। এবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ তৃণমূল সাংসদ (TMC MP) অর্জুন সিংহ (Arjun Singh)। গঙ্গার পার থেকে বেআইনি ভাবে বালি তোলার কারণে ব্রিজের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সাংসদ।


কোথায় বালি চুরির অভিযোগ:
উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) নৈহাটি-চুঁচুড়া জুবলি ব্রিজের লাগোয়া গঙ্গার (Ganga) ধার থেকে ক্রমাগত বালি তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনের নাকের ডগাতেই গঙ্গা থেকে বালি তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। দিনের বেলায় তেমন না হলেও রাতের বেলা এই বালি চুরি বেশি হচ্ছে বলে অভিযোগ। গঙ্গায় ব্রিজের পাশ থেকে এত বালি তোলা চলছে বলে ব্রিজের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যেখানে ব্রিজ রয়েছে, সেখান থেকে মাত্র ২০ মিটারের মধ্যে নদীর বুকে নৌকা দাঁড় করিয়ে বড় পাম্পের সাহায্যে বালি তোলার কাজ চলছে। তারপরে বালি ছেঁকে বস্তাবন্দি করে এপের পর এক ডাম্পারে করে সেই বালি পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, প্রতিদিনই শয়ে শয়ে ট্রাকে এভাবেই পাচার হয়ে যাচ্ছে বালি।


কোথায় ক্ষতির আশঙ্কা:
যেখানে ব্রিজ হয়েছে, সেখান থেকে বালি তোলায়, ব্রিজের ভিত নড়বড়ে হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে অন্যত্র এভাবে বালি তোলার জন্য সেতুর ক্ষতির ঘটনা ঘটেছিল। 
 
গোটা বিষয়টি রেলের (Rail) তরফে সাংসদ অর্জুন সিংহকে জানানো হয়েছে বলে দাবি। সাংসদ অর্জুন সিংহ বলেন, 'রেলের তরফে অভিযোগ জানানো হয়েছে, যাতে এই বেআইনি বালি তোলার কাজ খুব শীঘ্রই বন্ধ হয়। না হলে অদূর ভবিষ্যতে জুবলি ব্রিজের সমস্যা হতে পারে।' সাংসদ জানিয়েছেন এর আগে যথেচ্ছ ভাবে বেআইনি বালি তোলার জন্য ঈশ্বর গুপ্ত সেতুর ক্ষতি হয়েছিলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন তৈরি হয়েছে এই ব্রিজ, জানিয়েছেন অর্জুন সিংহ। সেই ব্রিজের যাতে ক্ষতি না হয়, তার জন্য সাংসদ অর্জুন সিংহ নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সাথে কথা বলবেন বলে সূত্রের খবর।


কী বলেছে প্রশাসন:
তবে ব্যারাকপুর মহকুমা শাসককে ব্যাপারটা জানানো হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তিনি বলেন, 'আমি সবে মাত্র তিন দিন হয়েছে ব্যারাকপুরের মহকুমা শাসকের দায়িত্ব গ্রহণ করেছি। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।'


আরও পড়ুন: উৎসবের ছুটি চাই, রাস্তায় নামলেন আদিবাসী কুরমি সমাজ, ১২ ঘণ্টা পথ অবরোধ