iQoo Z6 Lite 5G: ভারতে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) সংস্থার ফোন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। আইকিউওও জেড৬ লাইট (iQoo Z6 Lite 5G) ফোন এবার লঞ্চ হতে চলেছে দেশে। iQOO Z6 সিরিজের এই ফোন সেপ্টেম্বর মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, আইকিউওও জেড৬ লাইট ফোন iQOO Z6 সিরিজের প্রথম ফোন হতে চলেছে যেখানে স্ন্যাপড্রাগন ৪ সিরিজের চিপসেট থাকতে চলেছে। কোয়ালকম সংস্থা একটি নতুন স্ন্যাপড্রাগন ৪ সিরিজের চিপসেট লঞ্চ করতে চলেছে। সেই প্রসেসরই থাকবে আইকিউওও জেড৬ লাইট ফোনে, এমনটাই শোনা গিয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসেই যে এই ফোন ভারতে লঞ্চ হবে সেকথা আগেও শোনা গিয়েছে।
আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
শোনা যাচ্ছে ভিভো টি১এক্স ফোনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকতে পারে। চলতি বছর জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল।
- আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। একটি ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনে।
- আইকিউওও সংস্থার এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- শোনা যাচ্ছে, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোন।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেলফি সেনসর।
বলা হচ্ছে, এই ফোন ভিভো টি১এক্স ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোন। জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি১ এক্স ফোন। শোনা যাচ্ছে, আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের সঙ্গে আইকিউওও জেড৬ প্রো এসই ফোনও লঞ্চ হতে চলেছে। যদিও আইকিউওও জেড সিরিজের এই দুই ফোন লঞ্চেরই আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও জানা যায়নি।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন ওয়েবসাইটে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে এই ফোনের মডেল নম্বর I2208। আর এর থেকেই অনুমান করে হচ্ছে যে, আইকিউওও জেড সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। শোনা যাচ্ছে, ভিভো টি১এক্স ফোনের তুলনায় আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের দাম কিছুটা কম হবে। তবে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন- ভারতে আসছে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন, কবে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২২?