সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা ) : স্কুল বন্ধ রেখে দুয়ারে সরকার ( Duare Sarkar ) ক্যাম্প করা নিয়ে উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana ) দেগঙ্গায় রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
সোমবার দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ঘোষালের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। এ নিয়ে তৃণমূল প্রধান ( TMC ) ও প্রধান শিক্ষকের বক্তব্যে ফারাক ধরা পড়ল। প্রধানের দাবি, স্কুল হয়ে যাওয়ার পরই ক্যাম্পের আয়োজন করা হয়। আবার প্রধান শিক্ষক জানিয়েছেন, পরীক্ষা ছিল, কেউ দিয়েছে, কেউ দেয়নি।
অন্যদিকে, পঞ্চায়েত প্রধান বাবলু পাড়ুই দাবি করেন, স্কুলে মর্নিং-এর ক্লাসের পর ছুটি দিয়ে দুয়ারে সরকার ক্যাম্প করানো হয়েছে। পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী এই ক্যাম্প করা হয়েছে। আবার, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির (BJP ) যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের অভিযোগ, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তৃণমূল। সময় পরিবর্তন করে হোক আর স্কুল ছুটি দিয়ে দুয়ারে সরকার ক্যাম্প করা যায় না। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন :
মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে লড়া ব্যক্তির জামায় 'লুকোনো লোহার রড' !
এই পরিস্থিতিতে বিজেপির কটাক্ষ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তৃণমূল। গেরুয়া শিবিরের দাবিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
গত ২ বছর করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল স্কুল। অনলাইন ক্লাসের সুবিধেও সেই ভাবে সকলে পায়নি। এরপর স্কুল খুললেও গরমের ছুটির জন্য আবারও বন্ধ হয়ে যায়। ছুটি দীর্ঘায়িতও হয় । এদ্দিন স্কুল বন্ধ থাকা নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। আশঙ্কা প্রকাশ করেন, এইভাবে চলতে থাকলে শিশুদের পড়াশনোর ভিত্তি নষ্ট হবে। অবশেষে এখন স্বাভাবিক ছন্দে ফিরছেন স্কুল। এখন দুয়ারে সরকারের মতো সরকারি প্রকল্পের জন্য স্কুল ছুটি পড়বে কেন ! প্রশ্ন তুলছেন অনেকে। যদিও