সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় ধরা পড়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ,সঞ্জয় রায়। এই মামলায় চতুর্থীর দিন আদালতে প্রথম চার্জশিট দেয় সিবিআই। সেখানে মূল অভিযুক্ত হিসেবে শুধুমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়। আর এবার  হাবড়ায় এক গৃহবধূকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের গাড়ি চালক। গ্রেফতার করা হয়েছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যাকেও। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ।


এক মাস আগে মহিলাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। তারপরই ফেরার হয়ে যান অভিযুক্ত কলকাতা পুলিশের গাড়ির চালক। অভিযোগ ওঠে, থানায় দায়ের করা অভিযোগ তুলে নেয়ার জন্য চাপ দেওয়া হয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যা সঞ্চিতা বিশ্বাস এবং জয়ন্ত বিশ্বাসের তরফে। এর মাঝেই শনিবার, গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়।


তদন্তে নেমে অভিযুক্ত ৩ জনকেই গ্রেফতার করে রবিবার বারাসাত আদালতে পেশ করা হয়। অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসের পাঁচদিন এবং ম়ৃতার স্বামী ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।   


আরও পড়ুন :                     


'মমতাকে জেতাতে অনেক পরিশ্রম করেছিলাম, মনে হচ্ছে পাপ করেছি' অনশন মঞ্চে অশীতিপর বৃদ্ধ