SSC GD Constable Exam 2025: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? স্টাফ সিলকেশন কমিশনের GD Constable Exam 2025 - এর জন্য রেজিস্ট্রেশন করেছেন তো? এখনও করে না থাকলে আজই করে নিন। কারণ আজ ১৪ অক্টোবর বন্ধ হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশনের GD Constable Exam 2025 - এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ssc.gov.in - এই অফশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। 


কোন কোন পদে নিয়োগ হবে এই পরীক্ষার মাধ্যমে? 



  • কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং স্পেশ্যাল সিকিউরিটি ফোর্সের কনস্টেবল (জিডি) 

  • অসম রাইফেলসের রাইফেলম্যান (জিডি) 

  • নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো- র সিপাই 


এই তিন ক্ষেত্রে নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশনের GD Constable Exam 2025 - এর মাধ্যমে। আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। তবে এক্ষেত্রে মহিলা আবেদনকারী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে ছাড় রয়েছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। অনলাইনে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে BHIM UPI, নেট ব্যাঙ্কিং, Visa, Master card, Maestro, RuPay ডেবিট কার্ড - এইসব। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর। 


স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল - এই চাকরির জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটি স্বীকৃত, অনুমোদনপ্রাপ্ত বোর্ড কিংবা বিশ্ববিদ্যলয় থেকে দশম শ্রেণির পরীক্ষা দিতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির আগে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। স্টাফ সিলেকশন কমিশনের এই চাকরির জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। ০২/০১/২০০২ - এই তারিখের আগে এবং ০১/০৭/২০০৭ - এই তারিখের পর জন্ম হলে আবেদন করা যাবে। রেজিস্ট্রেশনের পর কারেকশন উইন্ডো খোলা থাকবে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়ায় কোনও ত্রুটি থাকলে তা ঠিক করে নিতে পারবেন ইউজাররা। 


এই চাকরিতে নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশন ২০২৫- এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। 


আরও পড়ুন- ৩০০ পদের জন্য নিয়োগ হবে এই সরকারি সংস্থায়, ৯ তারিখ থেকেই শুরু হয়েছে আবেদন 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI