গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আরজিকর কাণ্ডের আবহে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল সাগরের কচুবেড়িয়াতে। এই ঘটনায় অভিযোগের তীর এক কোয়াক চিকিৎসকের বিরুদ্ধে।
ইঞ্জেকশন দিতেই মুখ থেকে বেরিয়ে এল গ্যাঁজলা গৃহবধূর
গতকাল সন্ধেয় দফায় দফায় মৃত তরুণীর পরিবারের লোকজন ওই কোয়াক চিকিৎসকের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখায় ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে সাগর থানার পুলিশ এলে বিক্ষোভ আরও চরমে ওঠে। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ ও ধস্তাধস্তি। এরপর পুলিশ ওই কোয়াক চিকিৎসক পিঙ্কু দাসের চেম্বারটি সিল করে দেয়। রাতেই আটক করা হয় পিঙ্কু দাসকে।
ঠিক কী হয়েছিল ?
মৃতার পরিবারের অভিযোগ, স্থানীয় কচুবেড়িয়ার বাসিন্দা কুড়ি বছরের রুমা আড়ি পেটে ব্যথা, বমির উপসর্গ নিয়ে পিঙ্কু দাসের চেম্বারে আসেন। চেম্বারের মধ্যে রেখে শুরু হয় চিকিৎসা। রুমাকে দেওয়া হয় ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রুমার শারীরিক অবস্থার অবনতি হয়। তরুণীর মুখ থেকে গ্যাঁজলা বেরতে থাকে। সন্ধ্যে নাগাদ সাগর ব্লক হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
ভুল চিকিৎসায় রোগী মৃ্ত্যু
গত বছরের মাঝামাঝি ভুল চিকিৎসায় রোগী মৃ্ত্যুর অভিযোগ উঠেছিল এ রাজ্যে। সোনারপুর গ্রামীণ হাসপাতালে ছড়িয়েছিল উত্তেজনা। মৃতের আত্মীয়দের মারমুখী মেজাজে হাসপাতাল ছেড়ে পালিয়েছিলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিলেন মৃতের পরিজনেরা। মৃতের নাম শুভ নস্কর।
ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার
পরিবার সূত্রে খবর, বিষধর সাপ কামড়েছে সন্দেহে বছর ১৯-এর তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, অবজার্ভেশনে না রেখে প্রাথমিক চিকিৎসার পর তরুণকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন তরুণ। দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে আসার পরেই তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে রোগীকে ভর্তি না করায় পাল্টা পরিবারের ঘাড়েই দায় চাপিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন, পূর্ণিমা কান্দুর মৃত্যুতে CBI তদন্তের দাবি, ঝালদায় এলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।