সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কামারহাটিতে (Kamarhati) বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুুলিশ। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital) পুলিশি পাহারায় রয়েছে বিস্ফোরণে গুরুতর জখম ওই দুষ্কৃতী। ওই বোমা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, খতিয়ে দেখছে কামারহাটি থানার পুলিশ। 


কামারহাটির (Kamarhati) জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ! মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ওই দুষ্কৃতীও। বিস্ফোরণে তার পা সহ নিম্নাঙ্গ গুরুতর জখম হয়েছে। বর্তমানে আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় রয়েছে সে। 


পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ নাদিম সরোয়ার। তার পিঠেই ছিল বোমা ভর্তি ব্য়াগ। পুলিশ সূত্রে দাবি, আরেক দুষ্কৃতীর সঙ্গে বচসার সময় ব্যাগ মাটিতে পড়ে যাওয়ায় বোমা বিস্ফোরণ হয়। একই দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শীও। মঙ্গলবার সকালে,কামারহাটির জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে!


জখম হয় এক স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজন। আহতদের মধ্যে ২ জন এখনও সাগর দত্ত মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছে। প্রথমে মনে করা হয়, গ্য়াস রিফিলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। কিন্তু দমকল এসে জানায় বিস্ফোরণ হয়েছে বোমাতেই। 


কিন্তু বোমাগুলি কোথায় নিয়ে যাচ্ছিল ওই যুবক ? কী উদ্দেশ্য়ে নিয়ে যাচ্ছিল ?  কারও কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল কি? খতিয়ে দেখা হচ্ছে । পুলিশ জানিয়েছে, একটু সুস্থ হলেই জেরা করা হবে ওই দুষ্কৃতীকে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ব্য়ারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । 


ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ: ব্যস্ত সময়ে, কামারহাটির জনবহুল এলাকায় বোমা ফেটে গুরুতর জখম হল এক দুষ্কৃতী। বিস্ফোরণে আহত এক মহিলা-সহ আরও ২ জন। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম দুষ্কৃতীকে নিয়ে যাওয়া হয়েছে আরজি করে। এদিন সকাল ১১টা নাগাদ, কামারহাটিতে গ্যাস রিফিলিং সেন্টারের সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। প্রথমে পুলিশ দাবি করে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যদিও বোমা ছোড়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। দমকল জানায়, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।  


আরও পড়ুন: Awas Yojna: পঞ্চায়েত অফিসেই ঘরকন্না! আবাস যোজনায় ঘর না পাওয়ায় 'প্রতিবাদ'