সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গার (Deganga) পর এবার দত্তপুকুর। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক যুবক। স্থানীয় সূত্রে খবর, কদম্বগাছির সাজিপাড়ায় ঝোপ পরিষ্কার করতে গিয়ে শাবলের আঘাতে মাটিতে পুঁতে রাখা বোমা ফেটে বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছেন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারসাত মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেগঙ্গার পর এবার দত্তপুকুর: উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) ফের বোমা বিস্ফোরণ। দেগঙ্গায় বোমা বিস্ফোরণে এক কিশোরের পর এবার দত্তপুকুরে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক যুবক। দেগঙ্গার গোঁসাইপুরের বাসিন্দা এই যুবকের নাম কবিরুল আলি। সূত্রের দাবি, দত্তপুকুরের কদম্বগাছির সাজিপাড়ায় শ্বশুরবাড়িতে এসেছিলেন বছর ২৩-এর কবিরুল।
এ দিন সকালে বাড়ির পাশের ঝোপ পরিষ্কার করছিলেন। সেই সময়ই শাবলের আঘাতে মাটিতে পুঁতে রাখা বোমা আচমকা ফেটে যায়। বিস্ফোরণে বাঁ হাতের তালু ক্ষতিগ্রস্থ হয়েছে ওই যুবকের।
কী বলছেন স্থানীয়রা: নাজিমা বিবি নামে স্থানীয় বাসিন্দা বলছেন, মাঠে গিয়েছিলাম জঙ্গল কাটতে। জঙ্গল কাটতে গিয়েছি। জঙ্গল যেই কেটেছে জঙ্গলে বোমা ছিল। রোদ্দুর পেয়ে তো গরম হয়ে গেছে। এখন টাচ লেগেছে কি কি। বোমাটা বিস্ফোরণ হয়েছে। বাঁ হাতে আঘাত লেগেছে।
আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবিরুল। দত্তপুকুরের আইসএফ নেতা মহম্মদ হাবিবুদ্দিনের কথায়, সর্দারপাড়া বুথে হয়েছে। সর্দারপাড়া বুথটা হল সন্ত্রাস কবলিত বুথ। পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভোট করতে দেয়নি। সেই জায়গায় আমাদের আইএসএফের ছেলেরা বোমা রাখবে কী করে। বোমা রেখেছে তৃণমূলের হার্মাদ বাহিনীরা।
বোমা নাকি অন্য় বিস্ফোরক মজুত করা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার বল ভেবে খেলতে গিয়ে দেগঙ্গার কলসুরের শেখের মোড় এলাকায় তৃণমূলের পার্টি অফিসের পিছনে বাগানোর মধ্যে লুকোনো বোমা ফেটে ররিবার জখম হয় এক কিশোর। মঙ্গলবার দত্তপুকুরে বোমা বিস্ফোরণে ফের ঝরল রক্ত।