সমীরণ পাল, বারাসাত: বারাসাতে (North 24 Parganas) নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর বাচ্চা চুরির গুজবে তুলকালাম। এক মহিলা-সহ ৩ জনকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। ধৃতদের জিজ্ঞাসাবাদে ফেসবুক গ্রুপের প্রসঙ্গ উঠে আসে। আর সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগে এবার ২ জনকে গ্রেফতার করল পুলিশ।


গুজব ছড়ানোর অভিযোগ: সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগ। গ্রুপ অ্যাডমিন পায়েল তালুকদার ও প্রীতম মিস্ত্রিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। বালক খুনের ঘটনায় গুজবকে কেন্দ্র গণপিটুনির অভিযোগ এর আগে ৩টি মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানায়, বারাসাতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে তারা বিভ্রান্ত হয়। তার ভিত্তিতেই গ্রুপ অ্যাডমিন এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ৪-৫টি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। এর আগে সোশাল মিডিয়ায় গুজব রুখতে পুলিশের তরফে সতর্কবার্তা জারি করা হয়। তাতে কাজ না হওয়ায় এবার ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছে পুলিশ। 


দিনকয়েক আগে, বারাসাতের কাজিপাড়ায় নিখোঁজ এক শিশুর দেহ উদ্ধার হয়। পুলিশের বক্তব্য়, এরপর থেকেই সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছিল। এই গুজব ঠেকাতে পুলিশের তরফে মাইকে প্রচারও করা হয়। এরমধ্যেই, বুধবার, বারাসাতের কামাখ্য়া মন্দিরের কাছে ২টি স্কুলের সামনে আচমকাই বাচ্চাচুরির গুজব ওঠে। একটি বাচ্চাকে নিয়ে এক মহিলা অটোতে উঠতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। বাঁচাতে গেলে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। নামানো হয় র‍্যাফ।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, বিকেলে ফের বারাসাতেই সরোজ পার্ক চত্বরে এই কারণে আরও এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই গণপিটুনির ঘটনায় মোট ৩টি মামলায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, যে কাজিপাড়ার যে নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে এই বাচ্চা চুরির গুজব ও গণপিটুনি, সেই ঘটনায় মৃত শিশুর এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kanchanjunga Express Train Accident: ফোনে যোগাযোগের আগেই ট্রেন দুর্ঘটনা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য