ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বেলঘরিয়া: দুধের ব্যবসা থেকে দুধসাদা অট্টালিকা। চমকে দেওয়ার মতো উত্থান আড়িয়াদহর জয়ন্তর সিংহের (Jayanta Singh Update)। বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়ি ও বাইক। আর তাতেই প্রশ্ন উঠছে কার মদতে আড়িয়াদহর জয়ন্ত? জয়ন্তর আয়ের উৎস কী? 


কীভাবে উত্থান? 


আড়িয়াদহের মৌসুমী মোড়ে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম তিনতলা বাড়ি জয়ন্ত সিংহের। গত কয়েকবছরে চমকে দেওয়ার মতো উত্থান হয়েছে আড়িয়াদহর জয়ন্তর। বাড়ির সামনে রাখা দামি গাড়ি ও বাইক। প্রশ্ন উঠছে, দুধের ব্যবসায়ী থেকে কার মদতে আড়িয়াদহর বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন জয়ন্ত? তাঁর আয়ের উৎস কী? কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত? স্থানীয়দের অভিযোগ পুকুরের একাংশ বুজিয়ে অট্টালিকা বানিয়েছেন জয়ন্ত। 


জয়ন্তের এই নতুন বাড়ির নির্মাণকাজ সদ্য শেষ হয়েছে। চলছে ইলেকট্রিকের কাজ। এই নতুন বাড়ির ঠিক উল্টোদিকেই রয়েছে জয়ন্তের পৈতৃক বাড়ি। সেখানেই রয়েছে তাঁদের খাটালের ব্যবসা। বৃহস্পতিবার দেখা গেল, সদ্য তৈরি করা বাড়ির বিশাল গেটে ঝুলছে বড় বড় তালা। শুধুমাত্র খাটালের ব্যবসা থেকে কীভাবে এই বিপুল সম্পত্তি করলেন? আড়িয়াদহেরই এক তৃণমূল কর্মীর জানালেন, "ওদের বাপ ঠাকুরদার খাটালের ব্যবসা। এখান থেকে এবারে সে এতবড় অট্টালিকা করল কী করে, এত গাড়ি বাড়ি করছে কী করে? তার তো প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, যে কীভাবে এলাকা দখল, সিন্ডিকেট, প্রোমোটারদের থ্রেট করে পয়সা নেওয়া, কোনও জায়গায় প্রোমোটিংয়ে যুক্ত হওয়া, এইভাবেই পয়সা করেছে। মারপিট, দাঙ্গা করে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে, আজকে এই জায়গায় পৌঁছেছে। যা করেছে খুল্লাম খুল্লা করেছে। নেতৃত্ব জানে নিশ্চয়ই। কিন্তু নেতৃত্ব কেন বলেনি আমি জানি না।''


এদিকে জয়ন্ত গ্যাংয়ের একের পর এক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে আসার পর যাবতীয় দায় ঝেড়ে ফের পুলিশের কোর্টে বল ঠেললেন সৌগত রায়। চাপে পড়ে জনপ্রতিরোধের দাওয়াই দমদমের তৃণমূল সাংসদের গলায়। তিনি বলেন, "দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে। আমেরিকা, ইতালিতে কি মাফিয়া নেই? কড়া ব্যবস্থা নিলে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব। এলাকায় প্রভাব খাটাতে অনেকে জয়ন্তদের মদত দেয়।জয়ন্ত সিংহর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন। জনপ্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতীরা কিছু করতে পারবে না।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Burdwan University: বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে বাধা, তৃণমূলের বিক্ষোভের মুখে বর্ধমানের উপাচার্য ও রেজিস্ট্রার