ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বরানগর: বরানগরে সিপিএম-এর দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড (Fire at CPM Party Office)। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ লাল শিবিরের। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে এদিক ওদিক (North 24 Parganas News)। ছাইয়ের স্তূপ জমা হয়ে রয়েছে। মালা পরানো অবস্থায় চোখে পড়ে লেনিনের একটি ছবিও। এই অগ্নিকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। CPM-এর অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে (Baranagar news)।
শনিবার লেনিনের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছিল
স্থানীয় সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, শনিবার লেনিনের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছিল। দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন অনেকেই। অনুষ্ঠান মিটতে বাড়ি ফিরে যান সকলে। তার পরই দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর কানে পৌঁছয় তাঁদের। তড়িঘড়ি সকলে এসে পৌঁছন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। নিজে থেকে জল নিয়েও হাজির হন সকলে।
বেশ খানিক ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় যদিও। কিন্তু ভিতরে ঢুকে দেখা যায়, প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। জিনিসপত্র, কাগজ, পোস্টার সব পুড়ে গিয়েছে। ছাইয়ের স্তূপ জমা হয়ে রয়েছে। মালা পরানো অবস্থায় পরে রয়েছে লেনিনের একটি ছবি। আস্ত নেই চেয়ার, টেবিল থেকে দলীয় কার্যালয়ে রাখা একটি আসবাবও।
আরও পড়ুন: Bankura : গরমে পানীয় জলের হাহাকার, হাঁড়ি-কলসি নামিয়ে পথ অবরোধ বাঁকুড়ার গ্রামে
আগুন সবে নেভা, ছাইয়ে ঢাকা দলীয় কার্যালয়ে ঢুকে ক্ষোভ চেপে রাখতে পারেননি কেউই। দিনে দুপুরে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই হাত রয়েছে বলে অভিযোগ তাঁদের। সিপিএম নেতাদের দাবি, আগেও একাধিক বার হামলা হয়েছে দলীয় কার্যালয়ে। ভাঙচুর করা হয়েছে শহিদ বেদীতেও। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্যে দলীয় কার্যালয়ে মিটিংও করা যায় না বলে অভিযোগ সকলের।
আসবাব থেকে কাগজ, কার্যালয়ের সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে
এই অগ্নিকাণ্ডের ঘটনায় বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফে শুরু হয়েছে খোঁজখবর নেওয়া। তবে কার্যালয়ের সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভার পর জল থৈ থৈ অবস্থা ছিল দলীয় কার্যালয়ের। সকলে তা পরিষ্কার করতে হাত লাগান। দুষ্কৃতীদের এই দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ করতে হবে, অগ্নিকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে বলে দাবি করেছেন সিপিএম নেতৃত্ব।