সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas News) বারাসাতে (Barasat News) যশোর রোডের উপর মতুয়াদের পুণ্যার্থী (Matua Pilgrims) বোঝাই বাসে হামলার অভিযোগ। ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার, মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার ঘটনা ঘটে। বাসে ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় মতুয়া পুণ্যার্থীদের। হামলার ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই প্রতিবাদে আজ হাবড়া স্টেশনে প্রতীকী অবরোধ করেন মতুয়ারা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। 


মতুয়া পুণ্যার্থীদের উপর হামলা ঘিরে উত্তাপ


২৯ মার্চ থেকে শুরু হয় হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাব তিথি। আবির্ভাব তিথিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বারুণী মেলা (Baruni Mela)। সেই উপলক্ষে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেন নরেন্দ্র মোদি। আর সেই মেলায় যোগদানকারীদের উপরই হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগ উঠেছে।


মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছেন, নরেন্দ্রপুর থেকে আসছিল পুণ্যার্থীদের দল। বারাসতের কাছে কাজিপাড়া রেলগেটে সেই বাস থামায় দুষ্কৃতীদের দল। বাসের মধ্যে উঠে আসা তারা। জানিয়ে দেয়, মেলায় যাওয়া যাবে না। রুণ্যার্থীরা তাতে রাজি না হওয়ায়, তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শান্তনু জানিয়েছেন, বাসে উঠে মহিলাদের কটূক্তি করে দুষ্কৃতীদের দল। ইট-পাথর ছুড়ে বাসে ভাঙচুর চালানো হয়। দলপতিকে নামিয়ে নিয়ে মারধর করা করার পাশাপাশি দেওয়া হয় হুমকি।


আরও পড়ুন: Coochbehar News: রাতের অন্ধকারে হামলা দুষ্কৃতীদের, হাসপাতালে তৃণমূল বিধায়কের ছেলে, অভিযুক্ত বিজেপি


রাজ্য প্রশাসনের উপর আস্থা নেই, জানিয়েছেন শান্তনু


শান্তনু জানিয়েছেন, পুণ্যার্থীদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।  শান্তনু জানিয়েছে, রাজ্য প্রশাসনের উপর তাঁদের আস্থা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্তদে বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করা যায়, তাহলে আন্দোলনে নামবেন তাঁরা।


পুণ্যার্থীরা জানিয়েছে, গড়িয়া থেকে বাস ছাড়ে মেলার উদ্দেশে। রাস্তায় আচমকাই তাঁদের বাস আটকায় দুষ্কৃতীদের দল। বাসে উঠে এসে অকথ্য অত্যাচার চালায় তারা। তার প্রতিবাদেই সংগঠনের কর্মীরা রেল অবরোধে নেমেছেন। সরকার চটজলদি ব্যবস্থা না নিলে বড় আকারের আন্দোলনে নামবেন তিনি এবং তাঁর বন্ধুকা।