নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) অপরিবর্তিত থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন সকলে। কিন্তু শুক্রবার আরও বড় ধাক্কা নেমে এল। মূলত হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial Cooking Gas Price) দাম এ বার একধাক্কায় সিলিন্ডার পিছু ২৫০ টাকা বাড়ল। এই মূল্যবৃদ্ধির ফলে শুক্রবার থেকে ১৯ কেজি-র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Price Hike) দাম বেড়ে হল ২ হাজার ২৫৩ টাকা। 


সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আপাতত গৃহস্থ রান্নার (Domestic LPG) গ্যাসের দামে হেরফের হচ্ছে না। তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল। গত দু’মাসে এই নিয়ে ১৯ কেজি-র বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩৪৬ টাকা বাড়ল। গত ১ মার্চই ১০৫ টাকা বাড়ানো হয় দাম। তার পর ২২ মার্চ দাম বাড়ানো হয় ৯ টাকা।


গত ২২ মার্চ গৃহস্থ রান্নার গ্যাসের দামও সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়। ফলে ১৪.২ কেজি-র গৃহস্থ রান্নার গ্যাসের দাম বেড়ে রাজধানী দিল্লিতে হয় ৯৪৯ টাকা ৫০ পয়সা। আগামী দিনে আরও দাম বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


এর আগে, বৃহস্পতিবার গ্যাসের দামও বাড়িয়ে দ্বিগুণ করে কেন্দ্র, সেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে, যা কিনা বিদ্যুৎ, সার, এবং সিএনজি উৎপাদন এবং বড় বড় আবাসনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।  আন্তর্জাতি বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখেই দাম বাড়ানো হচ্ছে বলে জানায় দিল্লি।


আরও পড়ুন: Fuel Price: একনাগাড়ে মূল্যবৃদ্ধির পর একটু স্বস্তি, শুক্রবার অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম


আগামী দিনে সিএনজি এবং পাইপলাইন গ্যাসের মূল্য ১০ থেকে ১৫ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। ১ এপ্রিল থেকে টানা ছ’মাস এই নয়া দাম কার্যকর থাকার সম্ভাবনা রয়েছে।  এ যাবৎ এটাই গ্যাসের সর্বোচ্চ দাম।  প্রতি ছ’মাস অন্তর কেন্দ্র গ্যাসের দাম নির্ধারণ করে। আমেরিকা, কানাডা এবং রাশিয়ার মতো দেশ যে দাম নির্ধারণ করে, তার নিরিখে ভারতে দাম ঠিক হয়।


উল্লেখ্য, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই হঠাৎ করে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়া বন্ধ হয়ে যায়। এর পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম চরমে ওঠে। কিন্তু, তারপরও ভারতে পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়নি। তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিল, তাহলে কি ভোট আছে বলেই দাম বাড়ানো হচ্ছে না? আর ভোট মিটে গেলেই ফের পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো শুরু হবে? ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটের ফল বের হয়। আর ফল বেরোনোর ঠিক ১১ দিনের মাথা থেকে লাগাতার বাড়তে শুরু করে দাম।