সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের কাঁকিনাড়ায় বোমা উদ্ধার। তল্লাশি অভিযান চালিয়ে ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া কাছারি এলাকা থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। বোমাগুলি পরিত্যক্ত গলির মধ্যে পড়েছিল বলে পুলিশের দাবি। এর আগে গত ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় ৭ বছরের শিশুর। হাত উড়ে যায় ১০ বছরের বালকের। তারপর থেকেই কাঁকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল-সহ বিস্তীর্ণ এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ। 


মুর্শিদাবাদেও অস্ত্র উদ্ধার:
পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র, গুলি সহ এক যুবককে গ্রেফতার করল দৌলতাবাদ থানার পুলিশ। সন্দেহভাজনের বাইক থামিয়ে তল্লাশি, উদ্ধার পিস্তল, ২ রাউন্ড গুলি। কোথায় থেকে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল, কী উদ্দেশ্যে আনা হচ্ছিল, তদন্তে পুলিশ। ধৃত আবদুল্লা মণ্ডল ওরফে ফারুখের বাড়ি জলঙ্গিতে।


কুলতলি থেকেও উদ্ধার অস্ত্র:
চারদিনের মাথায়, ফের কুলতলিতে উদ্ধার হল অস্ত্র-গুলি। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৩ দুষ্কৃতী। তাদের কাছ থেকে একটি ওয়ান শটার, এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দিরবাজার ও ঢোলার বাসিন্দা। ডাকাতি নাকি দুষ্কৃতীদের অন্য কোনও পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এর আগে ২৯ নভেম্বর, কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের মুখে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা।


বারবার বোমার আতঙ্ক:
কলকাতার একেবারে  লাগোয়া গড়িয়া স্টেশন। সম্প্রতি সেখানেই গভীর রাতে চলেছে দেদার বোমাবাজি। রাত আড়াইটে নাগাদ বোমাবাজির আওয়াজে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। ঠিক তার পরে মঙ্গলবার সকালে সেখানে রাস্তায় তিনটে বোমা পড়ে থাকতে দেখা যায়। নরেন্দ্রপুর থানা এলাকার, গড়িয়া স্টেশনের কাছে, নবপল্লি এলাকায়, সাত সকালে বোমাতঙ্ক ছড়ায়। ওই এলাকা যথেষ্ট জনবহুল। আশেপাশে বাড়িঘড়, দোকান-বাজার। সেখানেই সাতসকালে রাস্তায় বোমা পড়ে থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। যেখানে বোমা পড়েছিল তার পাশেই স্কুল। খেলার মাঠ। শিশু উদ্যান। অনেকেই মর্নিং ওয়াকে যান। খেয়াল করতে না পারলেই বোমা ফাটত।


আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোটের দিন BJP, CPM-কে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না', হুমকি তৃণমূল নেতার