পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুকের চাঠরা-গাঠরা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। এই সমবায় সমিতিতে তৃণমূলকে রুখতে নন্দকুমার মডেলে ফের বাম-বিজেপি জোট (BJP Left front) লড়াই করছে। সকালে ভোটগ্রহণ শুরুর পর দফায় দফায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বাম-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে তমলুক থানার পুলিশ (Tamluk Police)। এর মধ্যেই চলছে নির্বাচন (Election)।


প্রসঙ্গত, মহিষাদলে ফেল নন্দকুমার মডেল। কেশবপুরজালপাই রাধাকৃষ্ণ সমবায় পরিচালন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেল তৃণমূলের। ৭৬টি আসনের মধ্যে ৬৮টিতে জয় তৃণমূলের। বাম-বিজেপি 'জোট' পেল ৮টি আসন। পঞ্চায়েত ভোটের আগে কাজে এল না নতুন কৌশল। কাজে লাগল না নন্দকুমার মডেল। মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে দাগই কাটতে পারল না বাম-বিজেপি ঐক্যমঞ্চ। বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ধাক্কা খেল বাম-বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। দুই সপ্তাহ আগে নন্দকুমারেই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। সেখানে ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কিন্তু, এবার সেই কৌশল কাজে এল না মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে। সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ৭৬টি। তৃণমূল জয়ী হয়েছে ৬৭টি আসনে। বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চের ঝুলিতে গেছে মাত্র ৮টি আসন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থী। সবমিলিয়ে সমবায়ের ৬৮টি আসনই গেল তৃণমূলের দখলে।


আরও পড়ুন, 'বিজেপিকে ঝেঁটিয়ে বাংলাদেশে পার করে দেব', হুমকি জ্যোতিপ্রিয়-র


 বামেদের সঙ্গে জোট হয়নি বলে দাবি করলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমাদের সঙ্গে বামেদের কোনওদিন কোনও জোট হয়নি। হতেই পারে না।' তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ক্রমশ মানুষের সামনে চলে আসবে রামবাম এসব তো জোট হবে তাতে প্রমাণ হয়ে যায় বিরোধীরা দেউলিয়া। একা পারছে না তাই তুমি এসো, তুমি এসো। কোন জায়গায় বিচ্ছিন্নভাবে তারা সাফল্য পাচ্ছে, আবার অধিকাংশ জায়গায় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে মানুষ সচেতন হয়ে যাচ্ছে।'রাজ্য প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। তার নির্ঘণ্ট এখনও প্রকাশ না হলেও, মহিষাদলের সমবায় সমিতির নির্বাচন ঘিরে ছিল ভোটের চেনা ছবিটাই।