সমীরণ পাল, স্বরূপদহ: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের রুপো পাচারের চেষ্টা ব্যর্থ করল সীমান্তরক্ষী বাহিনী। মোটর সাইকেলের ফ্রেমে লুকিয়ে রাখা ছিল রুপো। সেই সময় পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলল BSF. বাংলাদেশে ওই রুপো পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। অভিযুক্ত পাচারকারীর কাছ থেকে যে রুপো উদ্ধার হয়েছে, তার বাজারমূল্য ১.৫ লক্ষ টাকার কাছাকাছি। (India Bangladesh Border)


উত্তর ২৪ পরগনার স্বরূপদহ গ্রামের ঘটনা। BSF সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিহার গোপন সূত্রে খবর আসে যে মোটর সাইকেলে রুপোর গহনা পাচার হচ্ছে। এর পর কর্তব্যরত জওয়ানরা কড়া নজরদারি চালাতে শুরু করেন। এর পর স্বরূপদহ থেকে হাকিমপুর চেক পয়েন্ট হয়ে তারালি গ্রামের দিকে রওনা দেওয়া একটি মোটর সাইকেলকে দেখে সন্দেহ জাগে। (North 24 Parganas News)


তড়িঘড়ি ওই মোটর সাইকেলের আরোহীকে থামান কর্তব্যরত জওয়ানরা। তল্লাশি শুরু হলে, মোটর সাইকেলের ফ্রেমের মধ্যে লুকনো বাদামি টেপ দিয়ে মোড়া রুপো উদ্ধার হয়। দু'টি প্যাকেটে মোট ২.২৪ কেজি রুপোর গহনা ছিল বলে খবর, যার বাজারমূল্য ১ লক্ষ ৩১ হাজার ৩৫৩ টাকা। BSF সূত্রে খবর, মোটর সাইকেলের ফ্রেমের মধ্যে গর্ত করে লুকনো ছিল প্যাকেট সুদ্ধ ওই রুপোর গহনা। 


আরও পড়ুন: Patharpratima News: বাঘের আতঙ্ক নিয়েই তিন মাস, পাথরপ্রতিমায় সঙ্কটে জীবন ও জীবিকা


রুপো উদ্ধারের পর ওই মোটর সাইকেল আরোহীকে আটক করে BSF. বাজেয়াপ্ত করা হয় রুপোর গহনার দু'টি প্যাকেটই। BSF-এর দক্ষিণবঙ্গ সীমান্তের চৌকি তারালি ১-এ মোতায়েন ১১২ নং ব্যাটেলিয়নের জওয়ানরা এই রুপো পাচারের ছক বানচাল করেছেন। পরে অভিযুক্ত পাচারকারী ব্যক্তিকে গ্রেফতাক করা হয়। তাঁকে ৫৫ বছর বয়সি ছেদিকা আলি হাজি বলে শনাক্ত করা গিয়েছে। স্বরূপদহেরই বাসিন্দা তিনি।


BSF সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ছেদিকা জানিয়েছেন, তিনি ভারতেরই নাগরিক। জীবিকা নির্বাহের জন্য ছুটকো ছাটকা চোরাচালান করে থাকেন। ১ ফেব্রুয়ারি বিথরির বাসিন্দা শহিদুল ইসলাম মণ্ডলের থেকে রুপোর গহনাগুলি সংগ্রহ করেন তিনি। BSF-এর নজর এড়িয়ে হাকিমপুর বাজারে সেগুলি ফের শহিদুলের হাতে তুলে দেওয়ারই কথা ছিল তাঁর। তার আগেই ধরা পড়লেন। এই কাজের জন্য ৫০০ টাকা পারিশ্রমিক পান বলেও জানিয়েছেন ছেদিকা।  উদ্ধার হওয়া রুপোর গহনা তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 


এ প্রসঙ্গে BSF-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ বিভাগের DIG শ্রী একে আর্য জওয়ানদের সাফল্যের কথা তুলে ধরেন। জানিয়েছেন, সীমান্তে জওয়ানদের অতন্দ্র প্রহরার জন্যই এই সাফল্য এসেছে। চোরাচালানের পথে না এগোতে স্থানীয়দের পরামর্শ দিয়েছেন তিনি। চোরাচালানের ঘটনা বরদাস্ত করা হবে না, কেউ রেহাই পাবেন না বলেও জানান তিনি।