সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অ্যাসিডে পোড়া মুখ (Acid Attack), দুর্গন্ধে ছেয়ে গিয়েছে এলাকায়, ভরদুপুরে এমন অবস্থায় ভিক্ষাজীবী মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাবড়ায় (Habra)। মুখে অ্যাসিড ঢেলে মহিলাকে খুন (Alleged Murder) করে দেহ ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে স্থানীয়দের। হাবড়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার কুমড়া পঞ্চায়েতের সোনাকানিয়া দর্জিপাড়া এলাকার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে এলাকার একটি খালের পাড় থেকে আচমকা দুর্গন্ধ বেরোতে শুরু করে। সেই সময় ক্ষেতে কাজ করছিলেন কৃষকরা। কোথা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তা দেখতে এগিয়ে যান তাঁরা। তখনই খালের পাড়ে অ্যাসিডে মুখ পুড়ে যাওয়া অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখতে পান।
ভরদুপুরে এ ভাবে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হাবড়া থানার পুলিশকে খবর দেন গ্রামবাসী। তার পর পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, মুখে অ্যাসিড ঢেলে খুন করেই ফেলে যাওয়া হয়েছে মহিলার দেহটি। মৃত মহিলাকে ধর্ষণ করেও খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ কারও কারও।
আরও পড়ুন: Birbhum News: বীরভূমে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসে নদীতে তলিয়ে গেলেন যুবক
মৃত মহিলাকে ৫৯ বছরের তসলিমা বিবি বলে শনাক্ত করা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভিক্ষা করে পেট চালাতেন তসলিমা। তাঁর এক ছেলেও রয়েছে। কিন্তু কে বা কারা তাঁর মুখে অ্যাসিড ছুড়ল, খালের পাড়েই বা কখন দেহ ফেলে দেওয়া হল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। হাবড়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
তবে স্থানীয়দের অভিযোগ, খাল সংলগ্ন ওই এলাকা বেশ কিছু দিন ধরেই সমাজবিরোধীদের ঠেকে পরিণত হয়েছিল। রাতে পুলিশ পাহারার ব্যবস্থা নেই। তার ফলে এমনিতেই সন্ধের পর সেখান দিয়ে যেতে গা ছমছম করত। তার উপর রাতে সেখানে মদের আসরও বসে নিয়মিত। মত্ত অবস্থায় ওই মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের।
এ দিন মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে এলাকায় অসামাজিক কাজকর্ম চলছে। পুলিশের পাহারা থাকলে হয়ত এই মৃত্যু আটকানো যেত। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।