সমীরণ পাল, দেগঙ্গা: উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় (Deganga) পুড়ে ছাই হয়ে গেল সিপিএমের পার্টি অফিস। রাতের অন্ধকারে পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের। সিপিএম-আইএসএফ দ্বন্দ্বেই বামেদের পার্টি অফিসে আগুন।
পুড়ে ছাই পার্টি অফিস: বাঁশের কাঠামোটুকু ছাড়া কিছু নেই। পুড়ে ছাই হয়ে গিয়েছে পার্টি অফিস। পুড়ে গিয়েছে আসবাব, পতাকা- সব। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। শনিবার রাতে আগুনে পুড়ে য়ায় চাকলা গ্রাম পঞ্চায়েতের খাঁরাটি সুবর্ণপুর এলাকায় সিপিএমের পার্টি অফিস। রাতের অন্ধকারে সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথটি তারা দখল করায়, আক্রোশবশত পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে।
সিপিএমের দেগঙ্গা ২ নম্বর এরিয়া কমিটির সদস্য আব্দুল গফফর পুরকায়স্থ বলেন, “পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে বুথ সিপিএম দখল করে। আর এই ঘটনার পর থেকে সিপিএমের উপরে তৃণমূল অত্যাচার শুরু করেছে। সিপিএমকে জব্দ করতে সংগঠনকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের এই পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে।। দলের একাধিক নথিপত্র, ছিল তাও পুরে ভস্মীভূত হয়েছে। প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তি না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’’
এ নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন, “গোটা রাজ্যজুড়ে বিরোধীদের দমন করতে তৃণমূল এই ধরনের কাজ করে চলেছে। দিল্লিতে যতই ইন্ডিয়া জোর করুক না কেন নীচে তলায় তৃণমূল সিপিএম কংগ্রেসকে উঠতে দেবে না তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য একের পর এক ঘটনা ঘটাবে। সামনে ২৪ লোকসভা নির্বাচন আছে মানুষ এর জবাব দেবে।’’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। চাকলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক ওমর ফারুক বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ সিপিএম একসঙ্গে জোট হয়েও ওই বুথ দখল করেছিল। বর্তমানে আইএসএফ সিপিএমের মধ্যে দ্বন্দ্ব বেধেছে তাই নিজেদের গোষ্ঠী কোন্দলে পার্টি অফিস পুড়িয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আর বিজেপি কি কটাক্ষ করল না করল তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda News: কালিয়াচকে স্কুল মালিকের বাড়িতে ডাকাতি, গ্রেফতার চার