সমীরণ পাল, দেগঙ্গা: নার্সের বাড়িতে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি মাঝেরপাড়া এলাকায়।
বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের নার্স পূর্ণিমা বিবি। তাঁর স্বামী পেশাই ঠিকাদার। গতকাল রাতে দুই ছেলে মেয়েকে নিয়ে স্বামী স্ত্রী একটি ঘরে শুয়েছিলেন। রাত সাড়ে বারোটা নাগাদ পরিবারের সদস্যরা বাইরের জানালার কাঁচ ভাঙার আওয়াজ পায়। ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পূর্ণিমা বিবির স্বামী পিন্টু শেখ লক্ষ্য করেন পাশের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের খবর দেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা এসে মোটর চালিয়ে বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘর থেকে বাইরে গিয়ে লক্ষ্য করেন তাদের ছাদ দেওয়া পাকা বাড়ির পশ্চিম দিকে দুটি কাচের জানালা ভেঙে মোমবাতিতে আগুন জ্বালিয়ে ঘরের খাটের উপরে ফেলে দেওয়া হয়। সেই আগুনে গোটা ঘরটি পুরে ভষ্মীভূত হয়ে যায়। পাশাপাশি আরেকটি জানালা ভেঙে আগুন দেওয়া হয়। কিন্তু সেই আগুন নিচে পড়ে নিভে যাওয়ার কারণে সেই ঘরটি আগুনে ভষ্মীভূত হতে পারেনি।
এই ঘটনার পর থেকে ওই ঠিকা সংস্থার মালিক পিন্টু শেখ ও বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের নার্স পূর্ণিমা বিবি আতঙ্কে রয়েছেন। তাঁদের অভিযোগের তীর প্রতিবেশী এক মহিলার দিকে। তিনি এর আগে বেশ কয়েকবার তাঁদের বাড়িতে হামলা চালিয়েছেন, গাড়িতে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ। গতকাল রাতে এই ঘটনার পর থেকে গোটা পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গতকাল রাতে দেগঙ্গা থানার পুলিশ পৌঁছয়। পিন্টু শেখের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
এদিকে আজ শুক্রবার শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনের ছাদে আগুন লেগে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। তার আগে গতকাল অস্ত্রোপচার চলাকালীন ন্যাশনাল মেডিক্যাল কলেজ আগুন আতঙ্ক ছড়া। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ওটিতে আগুন আতঙ্ক তৈরি হয়। ভেন্টিলেশনে রোগী ভর্তি ছিল। যন্ত্র থেকে ধোঁয়া বেরনোয় থামানো হয় ওটি।
আরও পড়ুন: Malda News: ব্লক প্রশাসনিক ভবনে জমিয়ে খাওয়া-দাওয়া, বরাদ্দ লক্ষাধিক টাকা; বিতর্কে পঞ্চায়েত সমিতি