নয়া দিল্লি: প্রতিদিনের নানাবিধ ঘটনা থেকে এটা প্রায়শই শোনা যায়  আজকের বিশ্বে সততার কোন স্থান নেই। কিন্তু পৃথিবী এখন এমন মানুষ আছেন, যারা প্রতিদিনই তাঁরা সততার নজির গড়ে চলেছেন। যাঁদের অর্থ কম থাকলেও লোভ নেই। সম্প্রতি এক ক্যাব চালক (cab driver) এর জীবন্ত উদাহরণ। তিনি শুধু তার কাজের প্রতি আন্তরিকতাই দেখাননি, কাজ করে মানুষের মন জয় করেছেন।                                                           


ঠিক কী ঘটেছে?


ট্যুইটারে এই ঘটনাটি জানিয়েছেন @IamShajanSamuel- নামের এক ব্যক্তি। তিনি হীরালাল মণ্ডল নামে এক ক্যাব চালকের কথা জানিয়েছেন। ওই ব্যক্তি ট্যুইটারে (Twitter) লিখেছেন, 'আমরা গতকাল সন্ধ্যায় দিল্লি বিমানবন্দর থেকে মেরু ক্যাব বুক করেছি। আমার সহকর্মী বিবেকের ফোন গাড়িতে ফেলে হোটেলে চলে আসি। আমাদের কাছে ড্রাইভারের নম্বর ছিল না। আমরা ফোন ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু গাড়ির চালক হীরালাল মণ্ডল নিজেই হোটেলে এসে ফোন ফেরত দিলে আমরা অবাক হয়েছি।' 


ক্যাব চালকের প্রশংসা করতে গিয়ে স্যামুয়েল আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছেন। সেই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন সততা হীরালালে রক্তে রয়েছে। এক বিদেশি যাত্রীর সঙ্গেও তাই করেছিলেন তিনি। সেই বার ওই বিদেশী যাত্রী মানিব্যাগটি ক্যাবে ভুলে ফেলে রেখে গিয়েছিলেন। স্যামুয়েল লিখেছেন- হীরালালের শিরায় সততা আছে। 






আরও পড়ুন, নিচে নয় আকাশের দিকে উড়ে যায় জলপ্রপাতের এই জল! অলৌকিক না বৈজ্ঞানিক ঘটনা?


মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে শেয়ার করা এই পোস্টটিতে (Viral Post) এখন কমেন্ট আর লাইকের জোয়ার। পোস্টটি ২ লক্ষের বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে লাইকও করেছেন প্রায় দুই হাজার মানুষ। একজন লিখেছেন- এমন মানুষরাই আজকের পৃথিবীর হীরা, শুভকামনা। আরেকজন লিখেছেন- হীরালাল সত্যিকারের হীরা। একই সঙ্গে আরেক ব্যবহারকারী বলেছেন- মানবতা ও সততা এখনো বেঁচে আছে।