সমীরণ পাল, দেগঙ্গা: বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে খুনের অভিযোগ। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায় (Denganga)। অভিযোগ, নোড়া দিয়ে মাথায় মেরে ধারাল অস্ত্র দিয়ে নলি কেটে খুন করা হয়।


বৃদ্ধাকে খুনের অভিযোগ: মৃত ওই বৃদ্ধার নাম সালেহা বিবি। গতকাল, বিকেল এই ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায়। বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হলে সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই আর জি কর হাসপাতালে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে খবর। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। তবে ওই বৃদ্ধাকে কী কারণে খুন করার করা হল, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। বৃদ্ধার স্বামী ওহাব জানিয়েছেন, সোহাই এলাকায় তার আরেকটি বাড়ি রয়েছে। মির্জানগর এলাকায় বাড়িতে তার স্ত্রী সালিহা বিবি থাকতেন।এলাকাবাসীর ফোন পেয়ে তিনি চলে আসেন। ৬০ বছরের বৃদ্ধাকে এভাবে নৃশংসভাবে কেন কেন খুন করা তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।


তবে বৃদ্ধার স্বামী জানিয়েছেন প্রতিবেশীদের সঙ্গে মাসখানেক আগে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। তাঁর স্ত্রীকে বেধরক মারধর করা হয়। এরপরে এই ঘটনা তিনি প্রতিবেশীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। বৃদ্ধার স্বামীর অভিযোগের ভিত্তিতে দুই প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য এই ঘটনায় পুলিশ আটক করেছে। ওই বাড়ির ভাড়াটিয়া জানিয়েছেন, উপরের ঘরে তিনি ভাড়া থাকতেন। নিচে এসে ওই বৃদ্ধাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি। ঘরের মধ্যে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয়দের খবর দিতে তাঁরাই এসে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


এদিকে হরিদেবপুরের বরদা কলোনিতে এক ব্যক্তির রহস্যমৃত্যু। সাতসকালে বাড়ির লাগোয়া রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর ৫৬-র ওই ব্যক্তিকে। মৃতের নাম ফাল্গুনী দত্ত। পরিবারের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই কর্মী গতকাল বিয়েবাড়িতে গিয়েছিলেন। রাতে না ফেরায়, খোঁজাখুঁজি করেন স্ত্রী। আজ সকালে প্রতিবেশীরা দেহ দেখতে পেয়ে স্ত্রীকে খবর দেন। নর্দমার মধ্যে মাথা ও দেহ রাস্তায় পড়ে থাকায়, এই মৃত্যুর পিছনে রহস্য আছে বলে দাবি করেছেন মৃতের স্ত্রী। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Sandeshkhali Chaos: সন্দেশখালিকাণ্ডের জের, কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি ED-র