প্রকাশ সিনহা, কলকাতা: সন্দেশখালিতে (SandeshKhali Chaos) দফায় দফায় বেপরোয়া হামলার ঘটনার পর আরও সতর্ক। নিরাপত্তা জোরদার করার আবেদন। এবার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠাল ED। 


কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি: সন্দেশখালি ও বনগাঁয় ED-র ওপর হামলার ঘটনায় আগেই CGO কমপ্লেক্সে ED-র দফতরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। CRPF জওয়ানের সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০। এতদিন CBI-এর জন্য বরাদ্দ কেন্দ্রীয় বাহিনীকেই নিজাম প্যালেস থেকে ED-র অভিযানে পাঠানো হত। এবার নিজেদের জন্য এক কোম্পানি CRPF চেয়েছে ED। সন্দেশখালিকাণ্ডের পর ED-র ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের নিরাপত্তায় একজন করে CRPF জওয়ান মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে CRPF-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন ED-র উচ্চপদস্থ আধিকারিকরা।          


রেশন দুর্নীতিকাণ্ডে গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহনের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ওই রাতেই রেশন দুর্নীতিকাণ্ডে বনগাঁয় গিয়ে আরও একবার হামলার মুখে পড়ে ED। তারপর ৬ জানুয়ারি থেকে বাড়ানো হয় সল্টলেকের CGO কমপ্লেক্সের নিরাপত্তা। ধাপে ধাপে আনা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আর এবার নিজেদের জন্য এক কোম্পানি CRPF চায় ED। 


এই দুই ঘটনার প্রেক্ষিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল ইডি। প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল, সকাল ৮.৪৬-এ বনগাঁ পুলিশকে ইমেল করে অভিযানের কথা জানানো হয়েছিল। এরপর বিকেল চারটে নাগাদ SP-র সঙ্গে ফোনে যোগাযোগ করে, পর্যাপ্ত বাহিনী চাওয়া হয়। তারপরও ভিড় জমতে দেওয়া হয় এবং রাত সাড়ে এগারোটার সময় ED-র ওপর হামলা চালানো হয়। পাশাপাশি সন্দেশখালির ঘটনা নিয়েও ED-র প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছিল, তাদের তরফে খুনের চেষ্টার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ FIR-এ সেই ধারা রাখেইনি। আক্রান্ত ED-র বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় মামলা হলেও, ED-র অভিযোগের ভিত্তিতে রুজু হওয়া মামলায় দেওয়া হয়েছে বেশিরভাগই জামিনযোগ্য় ধারা।                   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Dilip Ghosh: মেদিনীপুরে রামমন্দিরে কর্মসূচিতে বাধা, তৃণমূলের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ