সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রকেটের গতিতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ (Daily COVID Cases)। তাতেও হুঁশ ফিরছে না মানুষের। এমন পরিস্থিতিতে এ বার পথে নামলেন শাসকদলের (TMC Leaders) নেতা-কর্মীরা। হাড়োয়ায় রাস্তায় পথচারীদের থামিয়ে হাতে মাস্ক (Mask Up) তুলে দিলেন তাঁরা। অতিমারির (Novel Coronavirus Pandemic) হাত থেকে বাঁচতে সতর্কতার প্রয়োজনীয়রা। সৌজন্য বিনিময় করতে গিয়ে হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেটও।


বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এমনই দৃশ্য চোখে পড়ল। প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও এ দিন মাস্কহীন মানুষের দেখা মেলে রাস্তায়। গাড়ি চালিয়ে যাওয়ার সময়ও মাস্ক ছিল না অনেকের মুখেই। তাতেই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন এলাকার তৃমমূল নেতৃত্ব এবং তাঁদের সহযোগীরা।


মাস্ক বিলিতে এ দিন উল্লেখযোগ্য ভূমিকা নেন হাড়োয়া ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সফিক আহমেদও। মাস্কহীনদের দাঁড় করিয়ে তাঁদের অতিমারির ভয়াবহতা বোঝানো হয়। মুখে পরিয়ে দেওয়া হয় মাস্ক। তার পর গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট ধরিয়ে বিদায় জানানো হয় সকলকে। মাস্কহীন চালক ছিল যে যে গাড়িতে, সেগুলিকেও দাঁড় করানো হয়। মাস্ক পরা নিয়ে সচেতন করা হয় সকলকে।


আরও পড়ুন: WB Corona Cases: ২৪ হাজার ছুঁই ছুঁই করোনা সংক্রমণ, একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে


ওমিক্রনের প্রকোপে দেশে এবং রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। অতিসংক্রামক ওমিক্রনের কামড়ে আক্রান্ত হচ্ছেন টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাওয়া মানুষও। এমন পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের উপরই জোর দিচ্ছেন চিকিৎসকেরা। করোনা এবং সর্বোপরি ওমিক্রনের হাত থেকে রক্ষা পেতে মাস্কের জুড়ি নেই বলে বার বার সচেতন কার হচ্ছে সকলকে। তা সত্ত্বে এক শ্রেণির মানুষ চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন। তাঁদের হুঁশ ফেরাতেই এ দিন হাড়োয়ায় এমন উদ্যোগ নেওয়া হয়।  


তবে মাস্ক পরা নিয়ে এমন উদাসীনতার কড়া মাশুল গুনতে হচ্ছে গোটা রাজ্যকে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে নতুন করে ২৩ হাজার ৪৬৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৬ জন করোনা রোগী। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় এক দিনে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭২৮ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।