সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের দুষ্কৃতী তাণ্ডব উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas)। এবার গাইঘাটার ঘটনা। পানশালার ঝামেলা গড়াল গুলিচালনায় (Firing)। মধ্যরাতে পানশালার বিল মেটানো নিয়ে কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় মদ্যপ যুবকদের। সেই ঝামেলার সূত্র ধরেই গুলিও চালানো হয় বলে অভিযোগ। এক রাউন্ড গুলি চলে বলে খবর। গুলি চালানোর অভিযোগে জয় সরকার নামে বনগাঁর কুঠিবাড়ির এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। অন্য দিকে এই ঘটনায় অমিত হালদার নামে আরও এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। তার কাছ থেকে পিস্তল উদ্ধার হয়েছে। 


পুলিশ সূত্রে খবর, গাইঘাটা (Gaighata Police Station) থানার বকচরার একটি পানশালায় গতকাল মধ্যরাতে বিল মিটানো নিয়ে কয়েক জনের সঙ্গে বচসা বাঁধে। সেই বচসা চলার সময়েই জয় সরকার হঠাৎ গুলি চালায় বলে অভিযোগ। গুলি গিয়ে লাগে বারের বোর্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। যদিও ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে বনগাঁ থেকে জয়কে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পরে বনগাঁ থানার পুলিশ এই ঘটনায় অমিতকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশের প্রথমিক অনুমান উদ্ধার হওয়া পিস্তল থেকে গুলি চালানো হয়েছে। জয়কে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। অমিতকেও বনগাঁ আদালত পাঠিয়ে বনগাঁ থানার পুলিশ।


বারবার শিরোনামে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। কখনও টিটাগড়, কখনও পানিহাটি, কখনও আবার ভাটপাড়া। বারবার দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার নানা এলাকায়। কখনও রাজনৈতিক দলাদলি থেকে ঝামেলা কখও আবার নেহাৎ দুষ্কৃতী দলের মারপিট। এই জেলা প্রায়শই শিরোনামে আসছে দুষ্কৃতীর তাণ্ডবের কারণে। কদিন আগেই কামারহাটিতে এক বালকের দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল। 


এর মধ্যেই আবার উত্তর ২৪ পরগনায় আটকে দেওয়া গিয়েছে সোনা পাচার (Gold Smuggling)। বেশ কয়েকটি ঘটনায় দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বিএসএফ জওয়ানরা বিভিন্ন ঘটনায় সীমান্তে ২৮টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে। যার সব মিলিয়ে আনুমানিক মূল্য ২ কোটি টাকারও উপরে। গ্রেফতার করা হয়েছে সোনা পাচারকারীকেও।


আরও পড়ুন: চাকরির লোভে খুন বাবাকে! দেহ ঝুলিয়ে দিল ছেলে