সন্দীপ সরকার, কলকাতা : আরও ভয়াবহ, উদ্বেগজন চেহারা নিচ্ছে ডেঙ্গি (Dengue)। একদিকে হু হু করে গোটা রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে রোজই বাড়ছে মৃতের সংখ্যা। ডেঙ্গি আক্রান্ত (Dengue Affected) হয়ে গত ২৪ ঘণ্টায় কলকাতা-সল্টলেকে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে।

সল্টলেক আমরিতে কেষ্টপুরের সোমনাথ দে-র মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসের সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসেই ট্যাংরার বাসিন্দা বুবাইয়ের মৃত্যু হয়। এদিকে, রুবি হাসপাতালে মৃত্যু আরও এক ডেঙ্গি আক্রান্তর। মৃতের নাম আবু সৈয়দ মহলাদার। প্রসঙ্গত, এবার ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়েছে। আরও ৩ জনের মৃত্যুতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৭৮ জনে।


চিন্তিত চিকিৎসকরা


রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তিত চিকিৎসকরাও। আক্রান্তের সংক্যা যেভাবে বাড়ছে সেই ধারা চলতে থাকলে কিছুদিনের মধ্যে হাসপাতালে বেড পর্যন্ত পেতেও নাকানিচোবানি খেতে হতে পারে বলেই আশঙ্কা তাঁদের। পাশাপাশি একসঙ্গে জোড়া ডেঙ্গি প্রকারভেদের রাজ্যে আক্রমণের জেরে ডেঙ্গি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলেই জানাচ্ছেন তাঁরা। 


প্লেটলেটের অভাব


একদিকে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল। শহরের একাধিক ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের সঙ্কট দেখা দিয়েছে। সূত্রের খবর, কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজস এনআরএস মেডিক্যাল কলেজ, এমআর বাঙুর হাসপাতালে প্লেটলেটের ভাঁড়ার প্রায় শূন্য ।


অতীতে কি করোনা ? আলাদা করে নথিভুক্ত 


এদিকে, এখন থেকে ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করছে স্বাস্থ্য দফতর। সেই রোগীদের বিষয়ে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতীতে করোনা সংক্রমণ হয়ে থাকার জন্য কি ডেঙ্গি আক্রান্তের আচমকাই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে? কতদিন পর তিনি সুস্থ হয়ে উঠছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। অতীতে করোনা ও এবার ডেঙ্গি হওয়ার পর কারও মৃত্যু হলে সেই তথ্যও সংগ্রহ করে মূল্যায়ন করা হচ্ছে। 


ডেঙ্গি নিয়ে উদ্বেগ, চিঠি শুভেন্দুর


রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের কাছে চিকিৎসক ও বিশেষজ্ঞ দল পাঠাতে আর্জি জানিয়ে চিঠি। যেখানে তিনি লিখেছেন, ‘রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য রাজ্য সরকারে হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই পরিস্থিতি এত ভয়াবহ। দেউলিয়ার পথে রাজ্য সরকার, যার পরিণাম ভুগছে জনস্বাস্থ্য। প্রাণ হারাচ্ছে মানুষ, পরিস্থিতি ভয়াবহ।


আরও পড়ুন- বাড়ল উদ্বেগ, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি