সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  বার বার বলা সত্ত্বেও মাস্ক (Mask) ঝুলছে থুতনির নীচে। কেউ আবার মাস্ক না নিয়েই দিব্যি বেরিয়ে পড়ছেন। মাস্কহীনদের শিক্ষা দিতে তাই অভিনব পথে হাঁটতে হচ্ছে পুলিশকেও। কামারহাটিদের (Kamarhati) এ বার মাস্কহীনদের কান ধরিয়ে শাস্তি দিতে দেখা গেল তাদের। মাস্কহীনদের ধরপাকড়ের দৃশ্যও সামনে এল।


শুক্রবার সকালে কামারহাটি পুরসভার রথতলা মোড় এলাকায় মাস্ক ছাড়াই বেমালুম ঘুরতে দেখা যায় বহু মানুষকে। কথায় কাজ না হওয়ায়, লাইন দিয়ে মাস্কহীনদের দাঁড় করিয়ে দেয় পুলিশ। তার পর কান ধরিয়ে শাস্তি দেওয়া হয়। তাঁদের উদাহরণ টেনে পথচলতি মানুষকে সতর্কও করতে দেখা যায় পুলিশকে।


মাস্ক পরা নিয়ে সচেতনতা তৈরি করতে এ দিন সকালে এলাকায় বার হন কামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহা এবং বেলঘরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এমন অভিনব শাস্তির প্রসঙ্গ উঠলে গোপালবাবু বলেন, ‘‘কান ধরিয়ে শাস্তি দেওয়ার একটাই উদ্দেশ্য। মানুষের মধ্যে যেত সচেতনতা বাড়ে। মাস্ক না পরে যেন বাড়ি থেকে না বেরোন কেউ।’’


আরও পড়ুন: CNCI campus: পদবী ভুললেন সঞ্চালিকা! ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে, মোদির সামনে বললেন মমতা


রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ (Daily COVID Cases) ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। করোনা রোগীর দৈনিক মৃত্যুও (COVID Deaths) লাগাতার বেড়ে চলেছে। সুস্থতার হার যদিও ৯৬ শতাংশে রয়েছে, চিকিৎসকরা বলছেন, মাস্কই এই মুহূর্তে করোনার বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। কারণ দু’টি টিকা নেওয়ার পরও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে মাস্কই সংক্রমিত হওয়া থেকে রক্ষা করতে পারে।


বড়দিন এবং বর্ষবরণ থেকেই রাজ্যে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। কলকাতা-সহ গোটা রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে রাজ্যে আংশিক কড়াকড়ি চালু হয়েছে আগেই। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কোভিড বিধি নিয়ে মানুষকে সতর্ক করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। মানুষ সচেতন না হলে, সরকারের পরিস্থিতি নিয়ন্ত্রণের সাধ্য নেই বলে জানান তিনি।