নয়াদিল্লি: দেশে একদিনে আক্রান্তের সংখ্যা একলক্ষ ছাড়াল। গতকালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। 


গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২৫।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশে শুক্রবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৭৭ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫।





 


 


২০২০-র ৬ সেপ্টেম্বর, করোনার প্রথম ঢেউয়ের সময় ভারতে প্রথমবার করোনার দৈনিক সংক্রমণ ৯০ হাজারের গণ্ডি পেরোয়। এরপর গতবছর, দ্বিতীয় ডেউ যখন মাথাচাড়া দিয়েছে, তখন ৪ এপ্রিল ফের একবার ৯০ হাজার পেরোয় দেশের দৈনিক করোনা সংক্রমণ। আর ২০২২-এর প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই একলাফে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল লাখের গণ্ডি।  আগামীদিন গুলিতে এই সংক্রমণ কী চেহারা নেবে তা নিয়ে শঙ্কায় চিকিৎসকরা।  তা বিগত কয়েকদিনের পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে ২৫ ডিসেম্বর বড়দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ১৮৯ জন। বছরের শেষ দিনে তা দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। নতুন বছরের শুরুর দিনে দেশে করোনা সংক্রমিত হন ২২ হাজার ৭৭৫ জন। আর মাত্র কয়েক দিনের মধ্যেই তা প্রায় কয়েকগুণ বেড়ে গেল। 


আরও পড়ুন: Third Wave: ডেল্টা নাকি ওমিক্রন, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার নেপথ্যে ভাইরাসের কোন ভ্যারিয়েন্ট?